স্বস্তিকার ‘আনকাট ইভনিং’, লুকিয়ে ভিডিয়ো করলেন অন্য কেউ!

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jul 28, 2021 | 7:56 AM

Swastika Dutta: সদ্য সোশ্যাল ওয়ালে নিজের ভিডিয়ো শেয়ার করেছেন স্বস্তিকা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সিক্রেটলি ক্যাপচার্ড ওয়ান...।’

স্বস্তিকার ‘আনকাট ইভনিং’, লুকিয়ে ভিডিয়ো করলেন অন্য কেউ!
স্বস্তিকা দত্ত। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

গাছ দিয়ে সাজানো খোলা বারান্দা। সেখানে নিজের মতো নাচছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। এ তাঁর একান্ত নিজস্ব সময়। এক বিকেলে ঠিক এমনই আনকাট স্বস্তিকা। কিন্তু তাঁর সেই আনকাট ইভনিং-এর মুহূর্ত চুপিচুপি ফ্রেমবন্দি করলেন অন্য কেউ! স্বস্তিকার শেয়ার করা ক্যাপশনে রয়েছে তেমনই ইঙ্গিত।

সদ্য সোশ্যাল ওয়ালে নিজের এমন ভিডিয়ো শেয়ার করেছেন স্বস্তিকা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সিক্রেটলি ক্যাপচার্ড ওয়ান…।’ কিন্তু পছন্দের গানের সঙ্গে তাঁর রিল ভিডিয়ো ক্যামেরার অন্য দিক থেকে কে শুট করলেন? না! চুপিচুপি স্বস্তিকাকে যিনি ফ্রেমবন্দি করেছেন, তাঁর নাম অবশ্য প্রকাশ করেননি অভিনেত্রী। সেখানে রহস্য রয়েছে।

আসলে স্বস্তিকা নিজের ব্যক্তি জীবনে প্রেমের সম্পর্ক লুকিয়ে রাখেননি। সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের কথা ইন্ডাস্ট্রির সকলেই জানেন। ফলে স্বস্তিকাকে কে চুপিচুপি ফ্রেমবন্দি করতে পারেন, তা একপ্রকার আন্দাজ করেই নিয়েছেন সোশ্যাল অডিয়েন্স।

সদ্য শেষ হয়েছে স্বস্তিকা অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘কী করে বলব তোমায়-’এর শুটিং। আগামী ৬ অগস্ট শেষ সম্প্রচার। স্বস্তিকা আগেই জানিয়েছেন, যোগা, জিম নতুন করে শুরু করেছেন। নিজের মেকওভার করছেন। লুক নিয়ে এক্সপেরিমেন্ট করছেন। আর কিছুদিনের মধ্যেই সেই নতুন লুক প্রকাশ করবেন। এ প্রসঙ্গে TV9 বাংলাকে স্বস্তিকা বলেন, “বিজয়িনীর পর সে ভাবে গ্যাপ পাইনি। তাই এখন নিজেকে গ্রুম করব। সিরিয়াল তো করবই। কিন্তু ওয়েবেও কাজ করতে চাইছি। আমার ইচ্ছে পরের কাজটা এমন হোক, যাতে সবাই আবার বলবে মেয়েটি ভাল অভিনেত্রী। ভাল কাজের জন্য অপেক্ষা করব। ইনফ্যাক্ট কতদিন গ্যাপ নেব, সেটা নির্ভর করবে যত তাড়াতাড়ি ভাল কাজ আসবে, তার উপর। পুজো পর্যন্ত ছুটি নেওয়ার ইচ্ছে রয়েছে।”

তবে এই ছুটিতে কোথাও বেড়াতে যাচ্ছেন না স্বস্তিকা। প্যানডেমিক পরিস্থিতিতে বাইরে যাওয়ার ঝুঁকি নেবেন না বলে জানালেন। বরং কলকাতাতেই কিছু কাজ জমে রয়েছে। সেগুলো শেষ করতে চান বলে জানালেন।

আরও পড়ুন, রাজ কাণ্ডে এখনই শিল্পাকে ক্লিনচিট নয়, অফার গিয়েছিল সেলিনার কাছেও?

Next Article