AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shweta Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে শ্বেতার মা, দুশ্চিন্তায় ঘুম উড়েছে নায়িকার

Shweta Bhattacharya: সদ্য জন্মদিন কাটিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। দিন দুয়েক আগে ঘোষিত হয়েছে তাঁর নতুন ওয়েব সিরিজের কাজও। তবে এরই মধ্যে তাঁর পরিবারে খারাপ খবর। মন ভাল নেই তাঁর। নায়িকার মা ভর্তি হাসপাতালে। ধুম জ্বরে আক্রান্ত তিনি।

Shweta Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে শ্বেতার মা, দুশ্চিন্তায় ঘুম উড়েছে নায়িকার
দুশ্চিন্তায় ঘুম উড়েছে নায়িকার
| Edited By: | Updated on: Sep 25, 2023 | 3:07 PM
Share

সদ্য জন্মদিন কাটিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। দিন দুয়েক আগে ঘোষিত হয়েছে তাঁর নতুন ওয়েব সিরিজের কাজও। তবে এরই মধ্যে তাঁর পরিবারে খারাপ খবর। মন ভাল নেই তাঁর। নায়িকার মা ভর্তি হাসপাতালে। ধুম জ্বরে আক্রান্ত তিনি। টিভিনাইন বাংলাকে অভিনেত্রী জানালেন, বিগত বেশ কিছুদিন ধরেই শরীরটা খারাপ ছিল মায়ের। কিছুতেই জ্বর কমছিল না। অবস্থার অবনতি হওয়ায় গত ২৩ শে সেপ্টেম্বর অর্থাৎ শনিবার মাকে হাসপাতালে ভর্তি করিয়েছেন তিনি। বাড়িতে রাখার ঝুঁকি নিতে চাননি। ডাক্তারের পরামর্শ মতো এই মুহূর্তে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর মায়ের। বুকেও সংক্রমণ দেখা দিয়েছে। শ্বেতা ও তাঁর প্রেমিক রুবেল দু’জনেই ফ্যামিল পার্সন। পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন। তাই মা হাসপাতালে থাকায় মানসিকভাবেও ভেঙে পড়েছেন অভিনেত্রী। কিছুই ভাল লাগছে না তাঁর। ইনস্টাগ্রামে এক পোস্টে মাকে ছেড়ে থাকার কষ্ট শেয়ার করে তিনি লিখেছেন বাংলা ধারাবাহিকের সেই জনপ্রিয় লাইন– তোমায় ছাড়া ঘুম আসে না মা। দ্রুত তাঁর মা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুন, আপাতত এমনটাই চাইছেন সে তাঁর অনুরাগীরা। তবে মন খারাপের মধ্যে একটাই স্বস্তির খবর– তাঁর মায়ের ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

প্রসঙ্গত, কিছুদিন আগে অসুস্থ ছিলেন শ্বেতার বাবাও। সেকথা টিভি নাইন বাংলাকে জানিয়েছিলেন অভিনেত্রী। বলেছিলেন, “জন্মদিনের আগেরদিন থেকে বাবার জ্বর, জন্মদিনের পরের দিন থেকে মায়ের জ্বর। কী যে যাচ্ছে…। বাবাকে মনটা খারাপ ছিল। আমি বারবার রুবেলকে বলছিলাম, এসবের দরকার নেই। তবে একমাত্র রুবেলই পারে, রুবেলই জানে মন খারাপের মধ্যেই কীকরে আমায় ভাল রাখতে হয়। ও এসে সবটা পাল্টে দিল। কিছুক্ষণ পর আমার মনে হল, হম, আমি খুব ভাল আছি। জীবনসঙ্গী এমনই হওয়া উচিত। খারাপ সময় পাশে থেকে সময়টাকেই ভাল করে দিতে পারে রুবেল। আমার মা-বাবাও অনেক করেন, করেছেন, আমায় কি সুন্দর একটা গলার সেট উপহার দিয়েছেন। সব মিলিয়ে নিজেকে খুব বিশেষ মনে হচ্ছিল।” বাবা সুস্থ হতেই মা’কে নিয়ে চিন্তায় দিন কাটছে তাঁর। সব ঠিক হয়ে যাক দ্রুত, আপাতত এই একটিই প্রার্থনা নায়িকার।