জন্মদিন। অন্য সকলের মতোই স্পেশ্যাল অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্যের কাছেও। আর এ বছর আরও স্পেশ্যাল। কারণ তিনি মা হতে চলেছেন। কী ভাবে কাটছো তাঁর জন্মদিন? কী প্ল্যান তাঁর?
TV9 বাংলাকে তনুশ্রী বললেন, “গতকাল রাত্তিরে কেক কাটা হল। বর রান্না করবে আজ। মা, বাবা আসবে। সকালে ধান, দুব্বো দিয়ে পায়েস খাইয়ে আশীর্বাদ করা হয়। কিন্তু এখনও আমার স্বাদ হয়নি। তার আগে পায়েস খেতে নেই বলে শুনেছি। তাই আজ মিষ্টি দই খাওয়াবে বাবা, মা। গতকাল চারটে কেক কেটেছি। বর দুটো কেক এনেছিল। ভাগ্নীর বান্ধবী একটা কেক তৈরি করে পাঠিয়েছিল। আর বোন একটা এনেছিল।”
বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী। তিনি যে সন্তানসম্ভবা, এ কথা জানেন বেশিরভাগ দর্শক। আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন তিনি। নতুন অতিথির অপেক্ষায় দিন গুনছেন। অনেকদিন পর নিজের মতো করে কাটানোর অনেকটা সময় হাতে পেয়েছেন। তাঁর ভাল মুহূর্তে সন্তানও যে আনন্দ পাচ্ছে, তা অনুভব করতে পারছেন। তনুশ্রী বললেন, “আমি ভীষণ আনন্দ পাচ্ছি। বেশ নড়াচড়া করছে ও। বুঝতে পারছে হয়তো আমার হ্যাপি মোমেন্ট…। আমি আনন্দে থাকলে ও দেখছি বেশি সাড়া দিচ্ছে।”
২০১৯-এ পরিচালক শমীক বসুকে বিয়ে করেন তনুশ্রী। আপাতত প্রথম সন্তানের অপেক্ষায় দম্পতি। সন্তান আগমনের খবর পাওয়ার পর থেকে যতদিন শুটিং করেছিলেন, তাঁকে আগলে রেখেছিলেন সহকর্মীরা। TV9 বাংলাকে তনুশ্রী বলেছিলেন, “আমি এখন যেটা ভেবে রেখেছি সন্তান হওয়ার ছ’মাস পর থেকেই নিজেকে গ্রুম করা শুরু করব। তারপর আবার কাজে ফিরব। মা হওয়ার পর কাজে না ফিরলে আমি নিজের আমিটাকেই হারিয়ে ফেলব বলে মনে হয়।”
কিছুদিন আগে প্রথমবার বেবি বাম্পের ছবিও শেয়ার করেছিলেন তনুশ্রী। মুখে চোখে প্রেগন্যান্সি গ্লো। লিখেছিলেন, “জীবনের সবচেয়ে আশ্চর্যের বিষয় হল নিজের মধ্যে এক প্রাণকে বড় করে তোলা। ও বাড়ছে…।” তনুশ্রীর এই নতুন জার্নিতে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রিতে তাঁর সহকর্মীরা।
২০১৩-র ১৫ জানুয়ারি, ‘সখী’ ধারাবাহিকে ফার্স্ট শট দিয়েছিলেন তনুশ্রী। তারপর থেকে ‘বয়েই গেল’, ‘রাঙা মাথায় চিরুনি’, ‘ত্রিনয়নী’, ‘জয়ী’, ‘জয় বাবা লোকনাথ’, ‘কী করে বলব তোমায়’-এ কাজ করেছেন। অভিনেত্রী হিসেবে নিজের কিছুটা জায়গা তৈরি করতে পেরেছেন। এ বার জীবনের অন্য এক অভিজ্ঞতার সাক্ষী হওয়ার অপেক্ষা। সন্তানের জন্মের পর যত দ্রুত সম্ভব ফ্লোরে ফিরবেন বলে জানিয়েছিলেন তনুশ্রী। ফের শুরু করবেন অভিনয়ের কাজ।
আরও পড়ুন, Arvind Trivedi: অভিনেতা অরবিন্দ ত্রিবেদীর প্রয়াণ, ‘রামায়ণ’-এ রাবণের চরিত্রে জনপ্রিয় ছিলেন