কখনও গিটার হাতে গান। কখনও বা গানের তালে কোমর দুলিয়ে নাচ। সেই নাচে যদি পা মেলান সৌরভ গঙ্গোপাধ্যায়, তা হলে সে তো মনে রাখার মতো স্মৃতি। সদ্য দাদাগিরির মঞ্চে উপস্থিত ছিলেন ধারাবাহিক ‘মিঠাই’-এর বেশ কিছু সদস্য। আর সেখানেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জমাটি খেলা, গল্প, আড্ডায় এমন বহু উজ্জ্বল স্মৃতি তৈরি করলেন মিঠাই, উচ্ছেবাবু সহ বাকি সদস্যরা।
দাদাগিরি। সঞ্চালনার মাধ্যমে এই রিয়ালিটি শোকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সময় তাঁকে ক্রিকেট মাঠে দেখে প্রেমে পড়েছিলেন যাঁরা, সঞ্চালনার মঞ্চে তাঁকে দেখে ফের প্রেমে পড়তে বাধ্য হন সেই অনুরাগীরা। এ হেন সফল গেম শো দাদাগিরির নবম সিজন শুরু হয়েছে। দাদাগিরির সিজন নয়, হাত বাড়ালেই বন্ধু হয়। এই ট্যাগ লাইনে শুরু হয়েছে এই জনপ্রিয় শো। গত ২৫ সেপ্টেম্বর থেকে যা দেখা যাচ্ছে জি বাংলার পর্দায়।
অতিমারির পরিস্থিতির মধ্যেই সময় এগিয়েছে, জীবন এগিয়েছে। এক নতুন পৃথিবী, নতুন সমাজ আমাদের সামনে। একে অন্যের পাশে থাকার, মানুষ হয়ে মানুষকে ভালবাসার সেই মন্ত্রই এ বার দাদাগিরির মঞ্চে। বিভিন্ন পেশার, বিভিন্ন বয়ের মানুষ আপদে বিপদে, প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়িছে। সাধারণ মানুষের অসংখ্য ছোট ছোট উদ্যোগ মানুষকে ভাল রেখেছে, সমাজকে সুস্থ রেখেছে, একে অন্যকে অনুপ্রাণিত করেছে। যাকে কুর্নিশ করবে এই মঞ্চ। এই অতিমারির পরিস্থিতিতেই সারা বাংলা জুড়ে অসংখ্য ঘটনা মানুষ হিসেবে গর্ব করার মতো কারণ নিয়ে হাজির হয়েছে। যা ক্রমাগত গেয়ে চলেছে মানুষের জয়গান, জীবনের জয়গান। সেই সব উদ্যোগকে সেলাম জানাবে এই মঞ্চ।
মানুষ মানুষের জন্য… সারা বাংলা জুড়ে এগিয়ে এসেছে অসংখ্য বন্ধুদের হাত। সেই বন্ধুত্বের সেলিব্রেশন হবে এই মঞ্চে। সবার উপরে রয়েছে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ম্যাজিক। তাঁর সঞ্চালনায় ধরা পড়বে এই বন্ধুত্বের গল্প।
সৌমিতৃষা, আদৃত, সৌরভ, কৌশাম্বীর মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ ধারাবাহিক ‘মিঠাই’। ভাল কাজ করলে, তার ফল মিলবেই। এমনটাই মনে করেন অভিনেত্রী সৌমিতৃষা। ভাল কাজ, অর্থাৎ মন দিয়ে নিজের কাজ। সেটাই করে যাচ্ছেন সৌমিতৃষা। তার ফল মিলেছে হাতে নাতে। দেখতে দেখতে ২০০ পর্বের মাইলস্টোন পেরিয়ে গেল এই ধারাবাহিক। কয়েক মাস আগে সেটে কেক কেটে সেলিব্রেট করেছিলেন তাঁরা।
সে সময় সোশ্যাল মিডিয়ায় সৌমিতৃষা লিখেছিলেন, ‘আমরা মিঠাই-এর ২০০ পর্ব পেরিয়ে এসেছি। আমার প্রথম দিনের প্রোমো, শুটিং সব মনে আছে। আউটডোরের কথাও মনে পড়ে। যত দিন এগিয়েছে, আমাদের টিমের বন্ডিং আরও ভাল হয়েছে। আমি নতুন একটা পরিবার পেয়েছি। এখানে সকলে আমাকে ভালবাসেন। সব সময়ই আমার প্রশংসা করেন। জীবনে যাই হয়ে যাক সকলে সব সময় আমার পাশে থাকেন। আমার মিঠাই পরিবারের জন্য অনেক ভালবাসা। আর দর্শককেও ধন্যবাদ। তাঁদের আশীর্বাদ ছাড়া কোনও কিছু সম্ভব নয়।’
সৌমিতৃষা ছাড়াও এই ধারাবাহিকের আরও এক সম্পদ অভিনেতা আদৃত রায়। ছোট পর্দায় কাজ করার আগে আদৃত বড় পর্দায় কাজ করেছেন। রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার তিনটি ছবি ‘নূরজাহান’, ‘প্রেম আমার টু’, ‘পরিণীতা’ ও দেবের প্রযোজনা সংস্থার একটি ছবি ‘পাসওয়ার্ড’-এ দর্শক তাঁর অভিনয় দেখেছেন। ‘মিঠাই’ ধারাবাহিকে অভিনয় তাঁকে আরও জনপ্রিয় করে তুলেছে।
আরও পড়ুন, Kartik Aaryan and Sara Ali Khan: ফের ইমতিয়াজের ছবিতে জুটি বাঁধছেন সারা-কার্তিক?