গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা গৌরব রায়চৌধুরী

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jun 28, 2021 | 5:57 PM

সূত্রের খবর, কিছুদিন আগে কপালে একটি ফোঁড়া হয়েছিল গৌরবের। সেটা থেকেই যাবতীয় সমস্যার সূত্রপাত।

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা গৌরব রায়চৌধুরী
গৌরবের চোখের এখন যা অবস্থা (ডানদিকে)।

Follow Us

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি অভিনেতা গৌরব রায়চৌধুরী। বাংলা ধারাবাহিক ‘ওগো নিরুপমা’র মুখ্য অভিনেতা তিনি। এর আগে ‘ত্রিনয়নী’তে মুখ্য চরিত্রে কাজ করছেন গৌরব।

সূত্রের খবর, কিছুদিন আগে কপালে একটি ফোঁড়া হয়েছিল গৌরবের। সেটা থেকেই যাবতীয় সমস্যার সূত্রপাত। জানা গিয়েছে, প্রতিদিনের মতো গত মঙ্গলবারও শুটিংয়ে গিয়েছিলেন গৌরব। ‘ওগো নিরুপমা’র সেটে শুটিং চলাকালীন ফোঁড়ার যন্ত্রণা তীব্র হয়ে ওঠে। তাড়াতাড়ি বাড়ি চলে যান। আজ, অর্থাত্‍ বুধবার বিষয়টি আরও বাড়াবাড়ি আকার ধারণ করে। সকালে ঘুম থেকে উঠে দেখেন ফুলে গিয়েছে জায়গাটা। এতটাই ফুলেছে, যে বাঁ-দিকের চোখও খুলতে পারছেন না। এমনকী কথাও বলতে পারছেন না গৌরব। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে।

এর আগে গৌরবের কনুইয়ে একটি বোন টিউমারও ধরা পড়েছিল। অনেকদিন ধরেই ব্যথায় কষ্ট পাচ্ছেন তিনি। প্রথমে চিকিৎসক ভেবেছিলেন, জিম করতে গিয়ে ব্যথা পেয়েছেন। তারপর দেখা যায় টিউমার। সেই টিউমারকে বায়েপসি করে অস্ত্রোপচার করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। অস্ত্রোপচার করতে হবে কপালের ফোঁড়াটিকেও। গৌরবের দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর অনুরাগীরা।

আরও পড়ুন, ‘শাবানা, স্মিতা, দীপ্তিরাই সুযোগ পেত, আমি পাইনি, কারণ…’ বিস্ফোরক নীনা

Next Article