বাংলা টেলিভিশনে ‘শ্রীময়ী’ ধারাবাহিকটি অত্যন্ত জনপ্রিয়। রোজ সন্ধ্যা ৭টা বাজলেই ছোট পর্দা আলো করে আসে শ্রীময়ী, অর্থাৎ অভিনেত্রী ইন্দ্রানী হালদার। সঙ্গে অনিন্দ্য, জুন আন্টি, রোহিত সেনের অপেক্ষায় থাকেন দর্শক। ধারাবাহিকটি এতটাই জনপ্রিয় যে ‘শ্রীময়ী’র আদলে হিন্দিতেও তৈরি হয়েছে একটি ধারাবাহিক। এবং সেই ধারাবাহিকটিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে অল্প দিনের মাথায়। নাম ‘অনুপমা’। মুখ্যচরিত্রে বাঙালি অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়।
শ্রীময়ী ধারাবাহিকে শুরু থেকেই দেখানো হয়, যে শ্রীময়ী অবহেলিত এক গৃহবধূ। স্বামী, শ্বশুর-শাশুড়ি, এমনকী সন্তানরাও তাকে তুচ্ছতাচ্ছিল্য করে। কিন্তু শ্রীময়ী মুখ বুঝে সব সহ্য করে এবং সকলকে ভালবাসে। অনুপমাও ঠিক তাই। স্বামীর জীবনে অন্য মেয়ে আসে। তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। শ্রীময়ীর জীবনে ফিরে আসে তাঁর পুরনো প্রেম রোহিত সেন। অভিনেতা টোটা রায়চৌধুরীর প্রবেশ ঘটে ধারাবাহিকে। রোহিত অবিবাহিত। কলেজে পড়ার সময় থেকেই সে শ্রীময়ীকে ভালবাসত। মাঝে শ্রীময়ীর বিয়ে হওয়ার কারণে তাঁদের ছাড়াছাড়ি হয়। রোহিত আসায় শ্রীময়ী জীবনে বেঁচে থাকার নতুন মানে খুঁজে পায়। এবং নিজের পায়ে দাঁড়াতে শুরু করে।
যেহেতু ‘অনুপমা’ ‘শ্রীময়ী’র হিন্দি রিমেক। তাই সেই ধারাবাহিকেও একজন রোহিত সেন আসন্ন। সম্প্রতি অনুপমাতে দেখানো হচ্ছে, স্বামী ভনরাজের সঙ্গে ডিভোর্স হচ্ছে অনুপমার। ধারাবাহিকে ভনরাজের চরিত্রে অভিনেতা শুধাংশু পাণ্ডে। এই দৃশ্যায়ন দেখে অনেকেই মনে করছেন, হয়তো শুধাংশুকে আর দেখা যাবে না ধারাবাহিকে। ধারাবাহিকের প্রযোজক রাজন শাহী জানিয়েছেন, শুধাংশুর চরিত্রটি ভীষণভাবে থাকছে। তবে নতুন একটি স্টারকাস্ট যুক্ত হবে ধারাবাহিকে। সেই চরিত্রটি অনুপমার প্রেমিক। বলাই বাহুল্য, শ্রীময়ী ধারাবাহিকের দর্শকরা জানেন সেই কোন চরিত্র।
সূত্র বলছে, রোহিত সেনের আদলে তৈরি চরিত্রের কাস্টিংয়ের কাজ দ্রুত শুরু হবে। এদিকে বাংলা ধারাবাহিক শ্রীময়ী থেকে সরে যেতে হচ্ছে রোহিত সেনকে। তার কারণ, সেই চরিত্রের অভিনেতা টোটা রায় চৌধুরী ডাক পেয়েছেন করণ জোহরের পরিচালিত কামব্যাক ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে। সবকিছু ঠিক থাকলে, দু’মাসের মধ্যেই এই ছবির জন্য শুটিং শুরু করবেন টোটা।