করণ জোহরের পরিচালনায় অভিনয় নিয়ে কী বললেন টোটা?

Karan Johar: টোটার বলিউড যোগ নতুন নয়। তবে করণের সঙ্গে কাজ এই প্রথম।

করণ জোহরের পরিচালনায় অভিনয় নিয়ে কী বললেন টোটা?
পরিচালক এবং অভিনেতা।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 14, 2021 | 12:50 PM

অভিনেতা টোটা রায়চৌধুরির কেরিয়ারে নতুন বাঁক। বলিউড পরিচালক তথা প্রযোজক করণ জোহরের ছবিতে অভিনয় করতে চলেছেন টোটা। করণের ছবিতে অভিনয়ের বিষয়টি TV9 বাংলার কাছে স্বীকার করে নিয়ে টোটা বলেন, “আমি এ বিষয়ে এখন কিছুই বলতে পারব না। আমার কনট্র্যাক্ট সাইন করা রয়েছে। কোনও কথা বলা যাবে না।”

টোটার বলিউড যোগ নতুন নয়। মধুর ভান্ডারকর, প্রদীপ সরকার, সুজয় ঘোষের সঙ্গে আগে কাজ করেছেন তিনি। তবে করণের সঙ্গে কাজ এই প্রথম। পাঁচ বছর পর পরিচালনায় ফিরছেন করণ। সে খবর পরিচালক আগেই জানিয়েছিলেন। ছবির নাম ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে মাস দুয়েকের মধ্যেই এই ছবির জন্য শুটিং শুরু করবেন টোটা। সে কারণেই নাকি ‘শ্রীময়ী’ ধারাবাহিক থেকেও সরে যেতে হচ্ছে তাঁকে।

করণ জোহরের কামব্যাক ছবিতে একসঙ্গে দেখা যাবে রণবীর সিং এবং আলিয়া ভাটকে। ছবির পোস্টার শেয়ার করেছিলেন রণবীর এবং আলিয়া দু’জনেই। শোনা যাচ্ছে এই ছবির হাত ধরেই পর্দায় ১৫ বছর পরে ফিরতে চলেছেন জয়া বচ্চনও।

প্রায় পাঁচ বছরের বিরতির পর ফের পরিচালনায় ফিরছেন করণ জোহর। করণের কামব্যাকের খবর এতদিন বলিউড ইন্ডাস্ট্রির আনাচে কানাচে শোনা যাচ্ছিল। নিজে অফিশিয়ালি সে খবর শেয়ার করে করণ টুইট করেন, ‘এটা নতুন জার্নির শুরু আর আমার বাড়ি ফেরার রাস্তা। আমার প্রিয় জায়গায় ফেরার সময় হয়েছে। ক্যামেরার লেন্সের পিছন থেকে ভালবাসার গল্প তৈরি করার সময় হয়েছে’। তিনি আরও জানান, এই গল্পটা তাঁর কাছে অত্যন্ত স্পেশাল। পরিবার এবং প্রেমের গল্প।

২০১৬-এ মুক্তি পেয়েছিল করণ পরিচালিত শেষ ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। অনুষ্কা শর্মা, রণবীর কাপুর, ঐশ্বর্যা রাই বচ্চন, ফাওয়াদ খান অভিনয় করেছিলেন সে ছবিতে। ২০২০তে রণবীর সিং, করিনা কাপুর খান, আলিয়া ভাট, ভিকি কৌশল, ভূমি পেডেনকর, জাহ্নবী কাপুর, অনিল কাপুরকে নিয়ে ‘তখত’-এর ঘোষণা করেছিলেন করণ। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সে ছবির কাজ পিছিয়ে যায়। গত এক বছরে ওয়েব অ্যান্থোলজি ‘লাস্ট স্টোরিজ’ এবং ‘ঘোস্ট স্টোরিজ’-এর একটি করে গল্প পরিচালনা করেছেন তিনি। অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ অভিনীত ‘সূর্যবংশী’, রণবীর কাপুর, অমিতাভ বচ্চন, আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ প্রযোজনা করছেন তিনি। কিন্তু গত পাঁচ বছরে ছবি পরিচালনা করেননি।

আরও পড়ুন, ছেলে, জামাইয়ের সঙ্গে বলিউডি গানের তালে নাচলেন ‘শ্যামা’