Osman Hadi: ‘ইউনূসই খুন করিয়েছেন হাদিকে’, সব প্ল্যান ফাঁস করে দিলেন হাদির ভাই
Osman Hadi's brother slams Yunus administration: মহম্মদ ইউনূসও একদিন বাংলাদেশ থেকে পালাতে পারেন বলে জানিয়ে ওমর হাদি বলেন, "বাংলাদেশের জুলাই বিপ্লবের আগে যাঁরা ক্ষমতায় ছিলেন, যাঁরা রাষ্ট্রকে নিজের মনে করতেন, তাঁরা কিন্তু আজকে কেউ বাংলাদেশ নেই। তাঁরা পালাতে বাধ্য হয়েছেন। ওসমান হাদির বিচার না হলে আপনারাও একদিন বাংলাদেশ থেকে পালাতে বাধ্য় হবেন।"

ঢাকা: বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করেছিল কারা? উদ্দেশ্য কী? কয়েকদিন ধরেই এই প্রশ্নে তোলপাড় চলছে বাংলাদেশে। এবার বিস্ফোরক মন্তব্য করলেন ওসমান হাদির ভাই ওমর হাদি। ওসমানের উপর হামলার ঘটনায় মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের হাত রয়েছে বলে তাঁর অভিযোগ। বাংলাদেশে সাধারণ নির্বাচন বানচাল করতেই এই হত্যা বলে তাঁর অনুমান।
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার আগে ওসমান হাদির খুনের ঘটনায় ফের জ্বলছে পদ্মাপারের দেশ। এই পরিস্থিতিতে বাংলাদেশে সাধারণ নির্বাচন সম্ভব কি না, সেই প্রশ্ন উঠছে। ইউনূস প্রশাসন এটাই চেয়েছিল বলে অভিযোগ করলেন ওসমান হাদির ভাই।
মঙ্গলবার ঢাকার শাহবাগে জাতীয় মিউজিয়ামের সামনে ‘শহিদ শপথ’ অনুষ্ঠানের আয়োজন করেছিল ইনকিলাব মঞ্চ। সেখানেই ইউনূস প্রশাসনকে তোপ দেগে ওসমান হাদির ভাই ওমর বলেন, “আপনারা রাষ্ট্রের ক্ষমতায় থাকাকালীন ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আপনাদেরও বিচার হবে। আজ হোক, ১০ বছর পর হোক, আপনাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে।”
এখানেই না থেমে তিনি বলেন, “আপনারা যদি মনে করেন আর দুই মাস পর রাষ্ট্র ক্ষমতা থেকে চলে যাবেন, বিদেশে চলে যাবেন। মনে রাখবেন, এই দেশের জনতা আপনাদের কাঠদড়ায় দাঁড় করাবেই। তাই সরকারের কাছে আমি অনুরোধ করব, দ্রুত খুনিকে আমাদের সামনে নিয়ে আসুন। নির্বাচনের পরিবেশ যাতে বিঘ্ন না হয়, খুনির বিচার করুন।”
এরপরই বিস্ফোরক অভিযোগ করে ওসমান হাদির ভাই বলেন, “আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন। আবার আপনারাই এটাকে ইস্যু করে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছেন। তা আমরা কখনই হতে দেব না। ওসমান হাদি বলেছিলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। তারই প্রস্তুতি নিয়ে তিনি মাঠে নেমেছিলেন। কিন্তু, তাঁকে হত্যা করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে।”
মহম্মদ ইউনূসও একদিন বাংলাদেশ থেকে পালাতে পারেন বলে জানিয়ে ওমর হাদি বলেন, “বাংলাদেশের জুলাই বিপ্লবের আগে যাঁরা ক্ষমতায় ছিলেন, যাঁরা রাষ্ট্রকে নিজের মনে করতেন, তাঁরা কিন্তু আজকে কেউ বাংলাদেশ নেই। তাঁরা পালাতে বাধ্য হয়েছেন। ওসমান হাদির বিচার না হলে আপনারাও একদিন বাংলাদেশ থেকে পালাতে বাধ্য় হবেন।”
ওসমান হাদির ভাইয়ের বিস্ফোরক এই অভিযোগও সত্যও হতে পারে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনীক চট্টোপাধ্যায়। তিনি বলেন, “ওসমান হাদির ভাই হয়তো ইউনূস প্রশাসনের সব প্ল্যান ফাঁস করে দিলেন।”
