January Rules Change: জানুয়ারি মাস থেকেই বাড়বে বেতন, সস্তা হয়ে যাবে লোনও! আসছে বিরাট বদল
Rules Change: এখন অনেকেই যাবতীয় কেনাকাটি ক্রেডিট কার্ডে করেন। ঋণ নেওয়ার ক্ষেত্রেও ক্রেডিট স্কোর অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বছর থেকে ক্রেডিট স্কোরে বড় পরিবর্তন আসতে চলেছে। এবার থেকে প্রতি ১৫ দিন অন্তর নয়, প্রতি সপ্তাহেই ক্রেডিট স্কোর আপডেট হবে।

নয়া দিল্লি: দেখতে দেখতে আরও একটা নতুন বছর দোরগোড়ায়। নতুন বছর ঘিরে আশা-প্রত্যাশা অনেক। আর নতুন বছরে শুধু জীবনকেই নতুনভাবে শুরু নয়, ২০২৬ সাল থেকে বদলে যাবে একাধিক নিয়মও, যা প্রভাব ফেলবে সরাসরি সাধারণ মানুষের জীবনে। এই নিয়মগুলি সকলের জেনে রাখা দরকার। কী কী সেই নিয়ম, আপনার জীবনেই বা কী প্রভাব পড়বে এই নিয়ম পরিবর্তনে, জেনে নিন-
ক্রেডিট স্কোর-
এখন অনেকেই যাবতীয় কেনাকাটি ক্রেডিট কার্ডে করেন। ঋণ নেওয়ার ক্ষেত্রেও ক্রেডিট স্কোর অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বছর থেকে ক্রেডিট স্কোরে বড় পরিবর্তন আসতে চলেছে। এবার থেকে প্রতি ১৫ দিন অন্তর নয়, প্রতি সপ্তাহেই ক্রেডিট স্কোর আপডেট হবে। এতে ঋণ নেওয়ার ক্ষেত্রে আরও সুবিধা হবে সাধারণ মানুষের।
সস্তা হবে ঋণ-
নতুন বছর থেকে সস্তা হয়ে যেতে পারে ঋণ। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, পঞ্জাব ন্যশনাল ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্কের মতো একাধিক ব্যাঙ্ক তাদের ঋণে সুদের হার পরিবর্তন করতে চলেছে। সূত্রের খবর, সুদের হার কমাতে পারে এই ব্যাঙ্কগুলি। পাশাপাশি জানুয়ারি থেকে ফিক্সড ডিপোজিটে নতুন সুদের হারও কার্যকর হবে বলেই শোনা যাচ্ছে।
নিষ্ক্রিয় প্যান কার্ড-
যদি কেউ ৩১ ডিসেম্বরের মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করান, তাহলে ১ জানুয়ারি ২০২৬ সাল থেকে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। তখন ব্যাঙ্কিং ও ট্যাক্স সংক্রান্ত কাজে সমস্যায় পড়তে হবে। সরকারি পরিষেবা পেতেও সমস্য়া হবে।
ইউপিআই-সিমের নিয়মে কড়াকড়ি-
নতুন বছর থেকে ব্যাঙ্কগুলি ইউপিআই ও ডিজিটাল পেমেন্টের নিয়ম আরও কড়া হবে। ট্রাই (TRAI)-র নির্দেশে সিম ভেরিফিকেশনও আরও কঠোর হবে। বিশেষ করে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যালের মতো মেসেজিং অ্যাপে আরও কড়া নিয়ম চালু করা হবে প্রতারণা এড়াতে।
বেতন বৃদ্ধি-
কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে চালু হতে পারে অষ্টম পে কমিশন। নতুন পে কমিশন চালু হলে সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা বা ডিএ বৃদ্ধি পাবে। অবসরপ্রাপ্তদের জন্য ডিআর-ও বৃদ্ধি পাবে।
রান্নার গ্যাসের দাম পরিবর্তন-
প্রতি মাসের শুরুতেই ওয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম পণ্যের দামের তুল্যমূল্য বিচার করে এলপিজি সিলিন্ডার, পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় কিংবা কমায়।
