Ushasie Chakraborty: সুইডেন বিমানবন্দরে ১৫ মিনিট আটক অভিনেত্রী উষসী চক্রবর্তী; অনুমান করা হয়েছিল, তাঁর ব্যাগে নাকি এক্সপ্লোসিভ আছে

Ushasie Chakraborty: উষসীর মনে হয়েছিল, সুইডেনের জেলে যদি পচে মরতে হয়, কী করবেন তিনি?

Ushasie Chakraborty: সুইডেন বিমানবন্দরে ১৫ মিনিট আটক অভিনেত্রী উষসী চক্রবর্তী; অনুমান করা হয়েছিল, তাঁর ব্যাগে নাকি এক্সপ্লোসিভ আছে
উষসী চক্রবর্তী।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 24, 2023 | 6:44 PM

বাংলা সিরিয়ালের দুনিয়ায় কোনও অভিনেত্রী যদি খলনায়িকার চরিত্রে সাম্প্রতিককালে ছাপ রেখে গিয়ে থাকেন, তিনি বলেন উষসী চক্রবর্তী। ‘শ্রীময়ী’ ধারাবাহিকের অন্যতম ভ্য়াম্প ছিলেন তিনি। দুর্দান্ত অভিনয় করেছিলেন। সে ভোলার নয়। মুখ-চোখ বেঁকিয়ে সে এক সাংঘাতিক অভিনয়। মনে জ্বালা ধরিয়ে দিতে পারে। তাঁর এই চরিত্রটি নিয়ে কিছুদিন আগেই TV9 বাংলার বিশেষ সিরিজ় ‘নায়ক নেহি খলনায়ক হু ম্যায়’তে এসে উষসী বলেছিলেন, “আমার নিজের মনে হয় যে, জুন আন্টিকে আমি ভীষণ পার্সোনালি ফিল করেছি। ওর ক্রাইসিস, ওর কর্নার্ড হয়ে যাওয়া… কষ্ট-দুঃখ সবাই… আমার কাছে জুন আন্টি কিন্তু কখনওই ভিলেন হয়ে আসেনি।”

এই ‘জুন আন্টি’, থুড়ি উষসীকে একবার সুইডেনের বিমান বন্দরে ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল। বিমানবন্দরের কর্তৃপক্ষের মনে হয়েছিল উষসীর ব্যাগে বোম আছে। দিদি নম্বর ওয়ানে এসে এই অভিজ্ঞতার কথা বর্ণনা করে অভিনেত্রী বলেছিলেন, “সুইডেন এয়ারপোর্টে ডিটেইন করার মতো প্রায় ১৫ মিনিট আটকে রেখেছিল আমাকে। বলেছিল, আমার ব্যাগে নাকি এক্সপ্লোসিভ (বিস্ফোরক পদার্থ) আছে। এটা নাকি ওদের রেড সিগনাল। এ সব দেখে ভাবলাম, সুইডেনের জেলে যদি পচে মরি, তা হলে কী করব?”

কীভাবে মিলেছিল রেহাই? উষসী বলেছিলেন, “তারপর ভাবতে থাকলাম, পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষমতাবান কাকে আমি চিনি? মনে করছিলাম, কে আমাকে একটু বাঁচাতে পারে এই পরিস্থিতি থেকে। তারপর ওরা অনেকক্ষণ ধরে আলাদা করে সার্চ করল এবং দেখল যে আমার ব্যাগে কিছু নেই। পরে জানতে পারি, মেশিন গন্ডগোল করেছে। এই গোটা বিষয়টা আমার খুব খারাপ লেগেছিল সেই সময়।”