সলমন খানের মতো আমিও ভার্জিন: টাইগার শ্রফ

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 02, 2021 | 2:44 PM

প্রসঙ্গত, ২০১৯ সালে করণ যখন তাঁর চ্যাট শো'তে সলমনকে ভার্জিনিটি নিয়ে প্রশ্ন ইরএছিলেন ভাইজান বলেছিলেন, "বিয়ের জন্য নিজেকে বাঁচিয়ে রেখেছি। আমি এখনও ভার্জিন।"

Follow Us

করণ জোহরের চ্যাট শো ‘কফি উইদ করণ’-এ এসে সলমন খান দাবি করেছিলেন তিনি ভার্জিন। সেই একই দাবি এ বার করলেন বলিউডের হার্টথ্রব টাইগার শ্রফও। সলমনের ভাই আরবাজ খানের এক চ্যাট শো’তে এক প্রশ্নতের উত্তরে টাইগারের সাফ জবাব, সলমনের মতো তিনিও ভার্জিন।

শুরু হয়েছে আরবাজ খানের চ্যাট শো ‘পিঞ্চ’-এর দ্বিতীয় সিজন। ওই সিজনে অতিথির আসনে ইতিমধ্যেই দেখা গিয়েছে আয়ুষ্মান খুরানা ও সলমন খানকে। এ বার পালা টাইগারের। ভক্তদের বেশ কিছু প্রশ্ন টাইগারের সামনে তুলে দরেছিলেন আরবাজ। টাইগার মুখ খুলেছিলেন তাঁর প্রথম ছবি মুক্তির আগে সোশ্যাল মিডিয়ায় হওয়ার একগুচ্ছ ট্রোল নিয়েও। টাইগার জানান, অনেকেই তাঁকে উদ্দেশ্য করে বলেছিলেন তিনি হিরো নন, হিরোইন। জ্যাকি শ্রফের ছেলে হিসেবে নাকি তাঁকে মনে হয় না। তবে সেই সব ট্রোলের যোগ্য জবাব দিয়েছেন তিনি। তাঁর ক্যারিশ্মায় বোল্ড আট থেকে আশি। টাইগারের বক্তব্য, “যে তোমায় নিয়ে ট্রোল করছে তুমি তার উপর প্রভাবে ফেলতে পারছ বলেই সে কিন্তু ট্রোল করছে।”

 

এ সবের মধ্যেই এক ভক্ত টাইগারকে জিজ্ঞাসা করেন, “তিনি কি ভার্জিন”? সেই প্রশ্ন টাইগারকে আরবাজ পৌঁছে দিতেই এক মুহূর্ত চিন্তা করেই টাইগারের সটান উত্তর, ” সলমন খানের মতো আমিও ভার্জিন”। টাইগারের উত্তর শুনে অবশ্য হাসি চাপতে পারেননি আরবাজ। টাইগারকেও হাসতে দেখা গিয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালে করণ যখন তাঁর চ্যাট শো’তে সলমনকে ভার্জিনিটি নিয়ে প্রশ্ন ইরএছিলেন ভাইজান বলেছিলেন, “বিয়ের জন্য নিজেকে বাঁচিয়ে রেখেছি। আমি এখনও ভার্জিন।” যোগ করেছিলেন, তিনি সিঙ্গল, সঠিক মানুষের জন্য অপেক্ষারত। সলমনকেই ‘কপি’ করলেন টাইগার। বিশেষ বন্ধু দিশা পাটানি… আপনি শুনছেন?

 

আরও পড়ুন-‘একজন মা হিসেবে বলতে চাই..’, পর্নকাণ্ডে স্বামীর গ্রেফতারির পর প্রথম বার অফিসিয়াল বিবৃতি শিল্পার

করণ জোহরের চ্যাট শো ‘কফি উইদ করণ’-এ এসে সলমন খান দাবি করেছিলেন তিনি ভার্জিন। সেই একই দাবি এ বার করলেন বলিউডের হার্টথ্রব টাইগার শ্রফও। সলমনের ভাই আরবাজ খানের এক চ্যাট শো’তে এক প্রশ্নতের উত্তরে টাইগারের সাফ জবাব, সলমনের মতো তিনিও ভার্জিন।

শুরু হয়েছে আরবাজ খানের চ্যাট শো ‘পিঞ্চ’-এর দ্বিতীয় সিজন। ওই সিজনে অতিথির আসনে ইতিমধ্যেই দেখা গিয়েছে আয়ুষ্মান খুরানা ও সলমন খানকে। এ বার পালা টাইগারের। ভক্তদের বেশ কিছু প্রশ্ন টাইগারের সামনে তুলে দরেছিলেন আরবাজ। টাইগার মুখ খুলেছিলেন তাঁর প্রথম ছবি মুক্তির আগে সোশ্যাল মিডিয়ায় হওয়ার একগুচ্ছ ট্রোল নিয়েও। টাইগার জানান, অনেকেই তাঁকে উদ্দেশ্য করে বলেছিলেন তিনি হিরো নন, হিরোইন। জ্যাকি শ্রফের ছেলে হিসেবে নাকি তাঁকে মনে হয় না। তবে সেই সব ট্রোলের যোগ্য জবাব দিয়েছেন তিনি। তাঁর ক্যারিশ্মায় বোল্ড আট থেকে আশি। টাইগারের বক্তব্য, “যে তোমায় নিয়ে ট্রোল করছে তুমি তার উপর প্রভাবে ফেলতে পারছ বলেই সে কিন্তু ট্রোল করছে।”

 

এ সবের মধ্যেই এক ভক্ত টাইগারকে জিজ্ঞাসা করেন, “তিনি কি ভার্জিন”? সেই প্রশ্ন টাইগারকে আরবাজ পৌঁছে দিতেই এক মুহূর্ত চিন্তা করেই টাইগারের সটান উত্তর, ” সলমন খানের মতো আমিও ভার্জিন”। টাইগারের উত্তর শুনে অবশ্য হাসি চাপতে পারেননি আরবাজ। টাইগারকেও হাসতে দেখা গিয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালে করণ যখন তাঁর চ্যাট শো’তে সলমনকে ভার্জিনিটি নিয়ে প্রশ্ন ইরএছিলেন ভাইজান বলেছিলেন, “বিয়ের জন্য নিজেকে বাঁচিয়ে রেখেছি। আমি এখনও ভার্জিন।” যোগ করেছিলেন, তিনি সিঙ্গল, সঠিক মানুষের জন্য অপেক্ষারত। সলমনকেই ‘কপি’ করলেন টাইগার। বিশেষ বন্ধু দিশা পাটানি… আপনি শুনছেন?

 

আরও পড়ুন-‘একজন মা হিসেবে বলতে চাই..’, পর্নকাণ্ডে স্বামীর গ্রেফতারির পর প্রথম বার অফিসিয়াল বিবৃতি শিল্পার

Next Article