কালো টিশার্ট। শর্টস। ঘোড়ার পিঠে বসে রয়েছেন তিনি। চোখে সানগ্লাস। হাসিমুখে রয়েছেন অভিনেত্রী। ইনি কে? চিনতে পারছেন? বাংলা টেলিভিশনে এই মুহূর্তে অত্যন্ত জনপ্রিয় এই অভিনেত্রীকে আপনি অনস্ক্রিন একেবারে ভিন্ন রূপে দেখেন। ইনি তিয়াশা রায়। দর্শকের আদরের ‘শ্যামা’। সৌজন্যে জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’।
সদ্য সোশ্যাল মিডিয়ায় নিজের এ হেন ছবি শেয়ার করেছেন তিয়াশা। তাঁকে এই লুকে দেখতে অভ্যস্ত নন দর্শক। তিয়াশা নিজে একজন পজিটিভ মনের মানুষ। এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, পজিটিভ মানসিকতা থাকলেই পজিটিভ জিনিস আসতে থাকে। বহু অনুরাগী এই লুকে তিয়াশার প্রশংসা করেছেন। শ্যামার লুক থেকে বেরিয়ে অন্য কোনও চরিত্রে নিজেকে ট্রাই করার জন্য উৎসাহ দিয়েছেন।
গত কয়েক মাস ধরেই লুক বদলে ফেলেছেন তিয়াশা। এই লুক চেঞ্জ কি সচেতন ভাবেই করলেন অভিনেত্রী? TV9 বাংলাকে এ প্রশ্নের উত্তরে আগেই তিয়াশা বলেন, “অভিনেতারা এক জায়গায় বাধা থাকতে পারে না। লুক চেঞ্জ সে কারণেই করা। শ্যামার লুক ক্যারি করতে হত বলে এই ছবিগুলো এতদিন পোস্ট করতাম না। সবাই ভালবাসেন আমাকে। সেই ভালবাসায় আঘাত আনতে চাইনি। এখন তিন বছর হয়ে গিয়েছে। একটু চেঞ্জ করতে ইচ্ছে করল।”
তিন বছর আগে ১৮ জুন প্রথম টেলিকাস্ট হয়েছিল ধারাবাহিক ‘কৃষ্ণকলি’। শ্যামা হিসেবে অভিনেত্রী তিয়াসা রায়ের সেই প্রথম আত্মপ্রকাশ। প্রথম ধারাবাহিকেই দর্শকের পছন্দের হয়ে উঠেছেন তিনি। ১০০০ এপিসোড পেরিয়ে গিয়েছে এই ধারাবাহিক। সেই সেলিব্রেশনে তিয়াষা বলেছিলেন, “প্রথম যেদিন এক নম্বর এপিসোডের শুটিং করেছিলাম, জানতাম না একের পাশে একদিন আরও তিনটে শূন্য আসবে। অনেক পরিশ্রম করতে হয়েছে এক এর পাশে তিনটে শূন্য নিয়ে আসার জন্য। ক্যামেররা পিছনেও অনেকে রয়েছেন, সকলের পরিশ্রমে এটা সম্ভব হয়েছে। এই ‘কৃষ্ণকলি’তে এসেই আমি একটা মেয়ে, ছেলে, জামাই পেয়েছি। নাতি নাতনির মুখও যেন দেখে যেতে পারি।”
কয়েকদিন আগে মন্দারমণিতে জন্মদিন সেলিব্রেট করেছেন তিয়াশা। সঙ্গী ছিলেন বন্ধুরা। এই ছবিও হয়তো মন্দারমণিতেই তোলা হয়েছে, এমন মনে করছেন অনুরাগীদের বড় অংশ। যদিও এ বিষয়ে তিয়াশা নিজে কিছু জানাননি।
জন্মদিনের আগেই বড় করে জন্মদিনের সেলিব্রেশন হয়েছে তিয়াশার। সৌজন্যে তাঁর অনুরাগীরা। কেক, উপহার, সেলফি কোনও আনন্দই বাদ পড়েনি। অনুরাগীদের সঙ্গে দেখা করেন তিয়াশা। জন্মদিনের আগেই তাঁকে উপহারে ভরিয়ে দিয়েছেন তাঁরা। ইনস্টাগ্রাম লাইভে উপহার খুলে সকলকে দেখান তিনি। অনুরাগীদের সঙ্গে দেখা করা, সেলিব্রেশন উপলক্ষ্যেই প্রথমবার ইনস্টাগ্রাম লাইভও করেন তিনি। এ যেন এক অন্য মানুষ। আগে এ ভাবে অনুরাগীদের সঙ্গে সেলিব্রেট করতে তিয়াশাকে দেখা যায়নি।
আরও পড়ুন, ঋষির জন্মদিনের একদিন আগেই নস্ট্যালজিয়ায় ভাসলেন নীতু…
আরও পড়ুন, আসন্ন মহালয়ায় অনস্ক্রিন মহাদেবের চরিত্রে কোন অভিনেতাকে দেখা যাবে?