AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jeetu Kamal: আসন্ন মহালয়ায় অনস্ক্রিন মহাদেবের চরিত্রে কোন অভিনেতাকে দেখা যাবে?

Jeetu Kamal: সোশ্যাল মিডিয়ায় মহাদেবের ছবি শেয়ার করে সদ্য জীতু লিখেছেন, ‘ব্যাঘ্র ছাল উঠবে গায়, আবার হবো আমার ঈশ্বর ন্যায়।’

Jeetu Kamal: আসন্ন মহালয়ায় অনস্ক্রিন মহাদেবের চরিত্রে কোন অভিনেতাকে দেখা যাবে?
কে থাকছেন এই বিশেষ চরিত্রে?
| Edited By: | Updated on: Sep 17, 2021 | 11:21 PM
Share

পুজো আসছে। দুর্গাপুজো। কী ভাবে বুঝবেন? একটু একটু করে বদলাবে রোদ্দুরের রং। ভোরের দিকে হালকা ঠাণ্ডার অনুভূতি। কুমোর পাড়ায় বাড়বে ব্যস্ততা। আর ফাইনাল বেল পড়বে মহালয়ার ভোরে।

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া বাঙালির নস্ট্যালজিয়া। রেডিও যেন বাঙালির বাড়িতে ওই একটা দিনই আজও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে মহালয়া শুধুমাত্র রেডিও নস্ট্যালজিয়া নয়। টেলিভিশনে বিভিন্ন চ্যানেলেও মহালয়া অনুষ্ঠিত হয়। কোন চ্যানেলে কোন অভিনেত্রী দুর্গা হবেন, তা নিয়ে আগাম জল্পনা চলতে থাকে। শুধু দুর্গা নন, বাকি দেব-দেবীদের নিয়েও তো জল্পনা তৈরি হয়। আসন্ন মহালয়ায় আরও একবার মহাদেবের ভূমিকায় দেখা যাবে জীতু কমলকে

সোশ্যাল মিডিয়ায় মহাদেবের ছবি শেয়ার করে সদ্য জীতু লিখেছেন, ‘ব্যাঘ্র ছাল উঠবে গায়, আবার হবো আমার ঈশ্বর ন্যায়।’ তবে এই প্রথমবার নয়। এর আগে বহুবার অনস্ক্রিন মহাদেবের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে মহাদেবের ভক্ত জীতু। সে কারণেই এই চরিত্রে অভিনয় করার সুযোগ তাঁর কাছে উপরি পাওনা।

দিন কয়েক আগেই জন্মদিন সেলিব্রেট করলেন জীতু। জন্মদিন মানেই একটা উপহারের প্রসঙ্গে এসেই যায়। জীতু জানিয়েছিলেন, তাঁর বোন উপহার হিসেবে গাছ দিয়েছেন। যা তাঁর পাওয়া সেরা উপহার। এ ছাড়াও নাকি বেশ কিছু চকোলেট পেয়েছিলেন। নিজে অত চকোলেট খেতে পারবেন না বলে অন্যদের দিয়েও দিয়েছিলেন। আর নবনীতা কী দিলেন? জীতু শেয়ার করেন, “আমার প্রয়োজনীয় কিছু মেকআপের জিনিস মনে হয় কিনেছে, এখনও হাতে দেয়নি।”

সদ্য জীতুর জীবনে এক নতুন অভিজ্ঞতা হয়েছিল। সে কারণেই যেন জন্মদিনে আরও বেশি নস্ট্যালজিক হয়ে পড়েছিলেন তিনি। তিনি বলেছিলেন, “কয়েকদিন আগে এক দাদার মেয়েকে হতে দেখলাম। এর আগে কখনও সদ্যোজাতকে এ ভাবে দেখিনি। ওকে যখন নিয়ে এসে দেখাল, কত কিছু লেগে রয়েছে গায়ে। যেমন বাচ্চাদের থাকে। এটা আগে কখনও চোখে দেখিনি। ওকে দেখে নিজের কথাও ভাবছিলাম, নস্ট্যালজিক হয়ে পড়েছিলাম।”

এই মুহর্তে ধারাবাহিক ‘হয়তো তোমারই জন্য’তে জীতুর অভিনয় দেখছেন দর্শক। অন্য রকমের গল্প, জীতুর চরিত্রও বেশ আলাদা। ইতিমধ্যেই দর্শকের পছন্দের হয়ে উঠেছে এই চরিত্র। এ ছাড়াও সদ্য একটি নন ফিকশনের প্রোমোর শুটিং করেছেন বলে জানালেন। সেই প্রজেক্টের নাম এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন অভিনেতা।

জীতু আগেই জানিয়েছিলেন, আগে কাজের ধরন এক রকম ছিল। এখন অনেকটাই বদলে গিয়েছে। সেই বদলের সঙ্গে ক্রমাগত মানিয়ে নিয়ে কাজ করছেন। তাঁর এখনকার ধারাবাহিক ‘হয়তো তোমারই জন্য’তেও তাঁর চরিত্রের পারফর্ম সুযোগ রয়েছে। নিজের সেরা পারফরম্যান্স দিয়ে দর্শকের বিনোদনের চেষ্টা করছেন তিনি।

আরও পড়ুন, ‘তুই কি চিনিস আমি কি জিনিস’, এমন প্রশ্ন কেন করলেন দেব!