Tollywood Serial TRP: বর্ষশেষে ‘স্টার’ চমক, টিআরপিতে জ্বলজ্বল ‘গাঁটছড়া’, ঘাড়ে নিঃশ্বাস জি-এর!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 30, 2021 | 5:09 PM

গৌরব চট্টোপাধ্যায়, সোলাঙ্কি রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়সহ টেলিপাড়ার বেশ কিছু পরিচিত মুখকে নিয়ে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট প্রযোজিত 'গাঁটছড়া'র প্রথম সপ্তাহে টিআরপি ৮.৯।

Tollywood Serial TRP: বর্ষশেষে স্টার চমক, টিআরপিতে জ্বলজ্বল গাঁটছড়া, ঘাড়ে নিঃশ্বাস জি-এর!
টিআরপিতে জ্বলজ্বল 'গাঁটছড়া', ঘাড়ে নিশ্বাস জি-এর!

Follow Us

 

বহু মাসের প্রতীক্ষার পর অবশেষে কি পাশা উল্টোতে চলেছে? দীর্ঘদিন পিছিয়ে থাকার পর অবশেষে কি ঘুরে দাঁড়াতে চলেছে ‘স্টার জলসা’? বর্ষশেষে নতুন চমক। বিগত এক মাস ধরে ‘খুকুমণী হোম ডেলিভারি’কে টিআরপির হাত ধরে আবারও সাম্র্যাজ্য বিস্তারের স্বপ্ন দেখা জলসার নতুন হাতিয়ার ‘গাঁটছড়া’। প্রথম সপ্তাহেই রেকর্ড টিআরপি নিয়ে সরাসরি উপরের দিকে চলে এল এই ধারাবাহিকটি। অন্যদিকে নতুন রেকর্ড করল ‘খুকুমণী’। । ১১ পয়েন্ট নিয়ে এই সপ্তাহেও মিঠাই সেরার সেরা হলেও বহুদিন পর জি-এর ঘাড়ে নিঃশ্বাস তাদের।

গৌরব চট্টোপাধ্যায়, সোলাঙ্কি রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়সহ টেলিপাড়ার বেশ কিছু পরিচিত মুখকে নিয়ে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট প্রযোজিত ‘গাঁটছড়া’র প্রথম সপ্তাহে টিআরপি ৮.৯। অন্যদিকে গত সপ্তাহের থেকেও বেশি মার্কস পেয়ে এই সপ্তাহে খুকুমণীর ডেলিভারী ৯.৯, দ্বিতীয় স্থানে রয়েছেন তাঁরা। তৃতীয় স্থান পেলেও গত সপ্তাহের থেকে টিআরপি বেশ কিছুটা কমেছে জি-এর যমুনা ঢাকির। প্রাপ্ত নম্বর ৯.০। গাঁটছড়ার সমান নম্বর পেয়ে চতুর্থ স্থানে রয়েছে উমা। নম্বর বেড়েছে জি-এর অপরাজিতা অপু, সর্বজয়া, জলসার মন ফাগুন ও আয় তবে সহচারীরও। সব মিলিয়ে টক্কর চলছে জোরদার।

প্রসঙ্গত, প্রথম সপ্তাহেই সাফল্যে আপ্লুত গৌরব চট্টোপাধ্যায়। টিভিনাইন বাংলাকে বললেন, “ভীষণ ভাল লাগছে। এতটা প্রত্যাশা ছিল না। দায়িত্ব বাড়ল”। নতুন বছরে একগুচ্ছ নতুন ধারাবাহিক নিয়ে আসছে জলসা। ২০২১ তাদের মোটেও ভাল যায়নি। কোনও কোনও সপ্তাহে প্রথম পাঁচেও জায়গা হয়নি তাঁদের। টিআরপির মাস্তুল ছিল জি-এর হাতেই। তবে নতুন বছরে ভাগ্যের চাকা কিছুটা হলেও ঘুরবে বলে মনে করছে টেলিপাড়ার অন্দর। কোন দিকে এগোয় পরিস্থিতি তা দেখতেই মুখিয়ে দর্শক থেকে টলিউডও।

আরও পড়ুন: Badshah-Sahdev Dirdo: জ্ঞান ফিরেছে ‘বাচপান কা পেয়ার’-এর সহদেব দির্দোর, জানালেন বাদশা

আরও পড়ুন: Salman Khan: প্রকাশ্য রাস্তায় অটো চালালেন স্বয়ং সলমন খান, তিনি কি সাপ খুঁজছেন?

 

Next Article