গোয়া থেকে ফিরেই পরিবারে নতুন সদস্যকে স্বাগত জানালেন নীল-তৃণা
মাস ছয়েক আগেই নীলকে বিয়ে করেছেন তৃণা। তাঁদের রিসেপশনের পার্টিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে হাজির ছিলেন ইন্ডাস্ট্রির চেনা মুখেরা। ২০১১-এ এমবিএ পড়তে গিয়ে নীল-তৃণার আলাপ। তবে তখন শুধুই বন্ধুত্ব ছিল। ধীরে ধীরে প্রেম পরিণতি পায়।
অবসরে গোয়া উড়ে গিয়েছিলেন দু’জনে। সি-বিচে তাঁদের প্রেমকাহিনীর ইনস্টা রিল বিগত বেশ কিছু দিন ধরেই ছিল চর্চায়। গোয়া থেকে ফিরেছেন তাঁরা। আর ফিরেই ভক্তদেরকে দিয়েছেন খুশীর খবর। সংসারে এসেছে নতুন সদস্য।
একসঙ্গে আনকোরা এক গাড়ি কিনেছেন ওই সেলেব দম্পতি। অবশেষে হয়েছে স্বপ্নপূরণ। নিজেদের টাকা, নিজেদের নাম যৌথ ভাবে সংসারে এসেছে নতুন অতিথি। অতিথি না বলে বোধহয় সদস্য বলাই ভাল। সেই সদস্যের ‘হোম কামিং’-এর আয়োজন ও হয়েহে মহা ধুমধাম করে। ইনস্টা পেজে সেই সেলিব্রেশনের টুকরো ছবি ধরা পড়েছে।
নীল-তৃণার গর্বের হাসি বুঝিয়ে দিচ্ছে, আজ তাঁরা সত্যিই খুশি। তৃণা লিখেছেন, “হ্যাপিনেস আদপে আমাদের কেনা নতুন গাড়ির গন্ধ।” অন্যদিকে নীল লিখেছেন, “একসঙ্গে প্রথম গাড়ি”। দম্পতির এই অ্যাচিভমেন্টে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সহকর্মীরা। তালিকায় রয়েছেন দর্শনা বণিক থেকে শুরু করে অঙ্কুশ হাজরাসহ অনেকেই। টিভিনাইন বাংলার সঙ্গে কথা বলতে বলতেও উচ্ছ্বাস ঝরে পড়ছিল তৃণার গলায়। জানালেন হুন্ডাইয়ের অ্যালকাজার কিনেছেন তাঁরা। দাম পড়েছে সাড়ে ২৩ লক্ষ টাকার মতো। সুবোধ ঘোষ তাঁর ‘অযান্ত্রিক’ গল্পে গাড়ির ভালবেসে নাম রেখেছিলেন জগদ্দল, ভেবেছিলেন পরিবারেরই অংশ। নীল-তৃণার সংসারের সদস্য সংখ্যাও বাড়ল আরও এক।
View this post on Instagram
এই মুহূর্তে ‘খড়কুটো’ ধারাবাহিকে তৃণার অভিনয় দেখছেন দর্শক। তাঁর অভিনীত চরিত্র ‘গুনগুন’ দর্শকের আদরের। কৌশিক রায় এবং তৃণার জুটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে। পারিবারিক গল্প ধরা পড়ছে চিত্রনাট্য। একান্নবর্তী পরিবারের গল্পে কোথাও যেন ফেলে আসা সময়কে ফিরে পাচ্ছেন দর্শক। টিআরপির হিসেবে এই খড়কুটো ধারাবাহিক ভাবে ভাল ফল করেছে। অন্যদিকে গত তিন বছরের বেশি সময় ধরে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে নীলের অভিনয় দেখছেন দর্শক। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, সুশান্ত দাসের প্রযোজনায় আসন্ন ‘উমা’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে নীলকে ফের দেখা যাবে।
মাস ছয়েক আগেই নীলকে বিয়ে করেছেন তৃণা। তাঁদের রিসেপশনের পার্টিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে হাজির ছিলেন ইন্ডাস্ট্রির চেনা মুখেরা। ২০১১-এ এমবিএ পড়তে গিয়ে নীল-তৃণার আলাপ। তবে তখন শুধুই বন্ধুত্ব ছিল। ধীরে ধীরে প্রেম পরিণতি পায়। মাঝে এক বছরের জন্য দিল্লি চলে গিয়েছিলেন তৃণা। তখন নাকি তাঁদের তেমন যোগাযোগ ছিল না। কলকাতায় ফিরে ফের যোগাযোগ শুরু হয়। ২০১৬-এ নীলের জন্মদিনের দিন তৃণা জানান মনের কথা। কিছুদিন চুপ করে থাকার পর ২০১৭-এ তৃণার জন্মদিনে নীল প্রোপোজ করেন।’ সেখান থেকেই শুরু… যে শুরুর শেষ নেই।