বলিউডে চমকে দেওয়া খবর। কোথাও কোনও ঘোষণা নেই। নেই আগাম উদযাপন। ১৪ অগস্ট অর্থাৎ আজই বিয়ের পিঁড়িতে বসছেন অনিল কাপুরের ছোট মেয়ে রিয়া কাপুর। পাত্র করণ বুলানির সঙ্গে। কে এই করণ? কী তাঁর পরিচয়... দেখে নিন...। চিনে নিন তাঁকে।
করণ তাঁর কেরিয়ার শুরু করেন বিজ্ঞাপনের পরিচালক হিসেবে। প্রায় ৩৮টি দেশে শুট করেছেন করণ।
অস্ট্রেলিয়ার বন্ড বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম অ্যান্ড টেলিভিশন সংক্রান্ত পড়াশোনা করেছেন তিনি।
তাঁর শর্ট ফিল্ম La fourchette বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছে। নিউ ইয়র্ক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি ছিনিয়ে নিয়েছে শ্রেষ্ঠত্বের মুকুট।
আন্তর্জাতিক স্তরে কাজ শেষ করে ভারতে ফিরে আসেন করণ। গুগল, নাইকের সঙ্গে মিলিত হয়ে বিভিন্ন অ্যাড শুট পরিচালনা করেছেন তিনি।
নেটফ্লিক্সের জনপ্রিয় শই সিলেকশন ডে'র দ্বিতীয় পর্ব পরিচালনা করেছেন তিনি। শো'টির প্রযোজক ছিলেন তাঁর হবু শ্বশুর অনীল কাপুর।
১৩ বছর আগে রিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান করণ। আয়েশা ছবিতে রিয়া ছিলেন প্রযোজক। ওই ছবিতেই সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন করণ।
কাপুর পরিবারের সঙ্গেও করণের সম্পর্ক বেশ ভাল। অর্জুন কাপুর আর করণ খুব ভাল বন্ধু। মাঝে মধ্যেই সোনম ও তাঁর স্বামী আনন্দ আহুজা, রিয়া-করণকে একসঙ্গে বিভিন্ন ট্যুরে যেতেও দেখা গিয়েছে।
অবশেষে দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষার অবসান। অফিসিয়ালি কাপুর পরিবারের অংশ হচ্ছেন করণ।