‘বাবাকে হারিয়েছি, মায়ের ক্যানসার, তারপর এই…’, ভেঙে পড়েছেন ধর্ষণকাণ্ডে অভিযুক্ত পার্ল!

প্রসঙ্গত, এ মাসেরই ৪ তারিখ মুম্বইয়ের ভাসাই পুলিশের তরফে গ্রেফতার করা হয় অভিনেতাকে। পুলিশ সূত্র বলা হয়, “ঘটনাটি পুরনো। কিন্তু ১৭ বছরের ওই কিশোরী তাঁর বাবা-মায়ের সঙ্গে থানায় লিখিত অভিযোগ জানালে ভারতীয় সংবিধানের ৩৭৬ নম্বর ধারা এবং পসকো আইন অনুযায়ী ওই অভিনেতাকে ধর্ষণ এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।”

'বাবাকে হারিয়েছি, মায়ের ক্যানসার, তারপর এই...', ভেঙে পড়েছেন ধর্ষণকাণ্ডে অভিযুক্ত পার্ল!
পার্ল পুরি
Follow Us:
| Edited By: | Updated on: Jun 29, 2021 | 9:49 PM

দীর্ঘ নীরবতা ভেঙে অবশেষে প্রকাশ্যে মুখ খুললেন পার্ল ভি পুরি। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়ে হাজতবাসের পর জামিন পাওয়ার প্রায় দুই সপ্তাহ পরে মনের অবস্থা নিয়ে এক বিবৃতি দিলেন অভিনেতা।

সোশ্যাল মিডিয়ায় এক ইনস্টা পোস্টের মাধ্যমে পার্ল লেখেন, “কয়েক মাস আগে আমি আমার নানিকে হারিয়েছি, তাঁর মৃত্যুর ১৭ দিন পর আমার বাবা মারা যান। এর পর আমার মা ক্যানসারে আক্রান্ত হন। আর তারপর আমার বিরুদ্ধে আনা এই অভিযোগ। গত কয়েক সপ্তাহ আমার কাছে ছিল দুঃস্বপ্ন। রাতারাতি আমায় ক্রিমিনাল বানিয়ে দেওয়া হল। ”

পার্ল যোগ করেন, “আমার মায়ের ক্যানসারে চিকিৎসা চলছিল। এরই মধ্যে এই সব। আমার নিরাপত্তাকে তছনছ করে দিয়েছিল। অসহায় লাগছিল আমার। এখনও আমি বাকশক্তিহীন। যারা আমায় বিশ্বাস করেছেন তাঁদের ধন্যবাদ। আমি #সত্যমেবজয়তে বিশ্বাস করি। আমার এই দেশের আইন ব্যবস্থার প্রতি বিশ্বাস আছে। সর্বোপরি ভগবান আছেন।” পার্লের ওই পোস্টে এবারেও কমেন্ট করে তাঁর পাশে ইন্ডাস্ট্রিতে তাঁর সহকর্মীদের একটা বড় অংশ। ঠিক যেমন পার্ল গ্রেফতার হওয়ার পরেও পাশে দাঁড়িয়েছিলেন একতা কাপুর, অনিতা হাসদশানিরা।

প্রসঙ্গত, এ মাসেরই ৪ তারিখ মুম্বইয়ের ভাসাই পুলিশের তরফে গ্রেফতার করা হয় অভিনেতাকে। পুলিশ সূত্র বলা হয়, “ঘটনাটি পুরনো। কিন্তু ১৭ বছরের ওই কিশোরী তাঁর বাবা-মায়ের সঙ্গে থানায় লিখিত অভিযোগ জানালে ভারতীয় সংবিধানের ৩৭৬ নম্বর ধারা এবং পসকো আইন অনুযায়ী ওই অভিনেতাকে ধর্ষণ এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।” একাধিকবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে অবশেষে তা মেলে জুন মাসের ১৫ তারিখ।

View this post on Instagram

A post shared by Pearl V Puri (@pearlvpuri)

এর পরেই পার্লের সমর্থনে একে একে মুখ খুলতে থাকেন বলিপাড়ার তারকারা। অনিতা হাসনন্দানি থেকে শুরু করিশ্মা তান্না, একতা কাপুর সবাই নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পার্লের হয়ে আওয়াজ তোলেন। একতা দাবি করেন, মেয়েটির মায়ের সঙ্গে তাঁর নাকি ফোনে বাক্যালাপ হয়েছে। তিনি লেখেন, “আমার মেয়েটির মায়ের সঙ্গে কথা হয়েছে। তিনি সরাসরি আমাকে বলেছেন তাঁর স্বামী এই সব গল্প বানানোর চেষ্টা করছে। তাঁদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলার জন্যই এমনটা করছেন ওই মেয়েটির বাবা। পার্ল নির্দোষ।”

আরও পড়ুন- এক অ্যাডেই বাজিমাত, বৌমা করতে চেয়ে ফোন, অবিবাহিত পায়েলের জুটেছিল ‘বিবাহিত’র তকমা

২০১৩ সালে হিন্দি ধারাবাহিক দিল কি নজর সে খুবসুরতের মাধ্যমে বলিউডে অভিষেক হয় পার্লের। এ ছাড়াও নাগিদ ৩, নাগার্জুন এক যোদ্ধা, বেপানহা প্যায়ারসহ একাধিক ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।