Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বিয়ের পর শাঁখা, পলা পরেননি কেন?’ ফেসবুকে সমালোচনার জবাব দিলেন ত্বরিতা

সাজ-পোশাক ব্যক্তি স্বাধীনতার বিষয় বলে মনে করেন তিনি। তাই এ নিয়ে স্পষ্ট জবাব দিয়েছেন বলে দাবি করলেন ত্বরিতা।

'বিয়ের পর শাঁখা, পলা পরেননি কেন?' ফেসবুকে সমালোচনার জবাব দিলেন ত্বরিতা
বিয়ের দিন সকালে ত্বরিতা চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুকের সৌজন্যে।
Follow Us:
| Updated on: Jan 22, 2021 | 3:24 PM

গত ১৫ জানুয়ারি সাতপাকে বাঁধা পরেছেন টলিউডের অভিনেতা জুটি ত্বরিতা চট্টোপাধ্যায় (Twarita Chatterjee) এবং জুপিটার অর্থাৎ সৌরভ বন্দ্যোপাধ্যায়। নতুন জীবন শুরু করেছেন দম্পতি। কিন্তু শুরুতেই সোশ্যাল খোঁচা। অর্থাৎ ত্বরিতার সাজপোশাক নিয়ে নাকি নীতি পুলিশি শুরু করলেন একদল নেট নাগরিক। তার প্রতিবাদে ফেসবুকে নিজের বক্তব্য স্পষ্ট করে জানালেন অভিনেত্রী।

বৃহস্পতিবার ত্বরিতা ফেসবুকে লিখেছেন, ‘আমার ফ্রেন্ড লিস্টে থাকা সকলের উদ্দেশ্যে বলা, প্লিজ কেউ শাঁখা, পলা সিঁদুর নিয়ে জ্ঞান দেবেন না। আমি আবার এত জ্ঞানী হতে চাই না, গুণী হলেই চলবে।’

আসল ঘটনাটি ঠিক কী? ত্বরিতা নিজেই বললেন, “আমার পরিবারে নতুন বিয়ের পরে শাঁখা, পলা, সিঁদুর পরে থাকতেই হবে, এমন নিয়মের কোনও বাধ্যবাধকতা নেই। গুরুজনেরা কখনও কিছু জোর করে চাপিয়ে দেন না। অথচ ফেসবুকে কেউ কেউ এ সব নিয়ে জ্ঞান দিচ্ছেন। এটা তো ব্যক্তিগত পছন্দ। তাই বাধ্য হয়ে ওই পোস্ট করলাম।”

বিয়ের পর ত্বরিতা-সৌরভ অন্য একটি বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন। তার ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন অভিনেত্রী। সেখানে ট্র্যাডিশনাল শাড়ি, খোলা চুলে সেজেছিলেন তিনি। সিঁথিতে সিঁদুর থাকলেও হাতে শাঁখা-পলা ছিল না। সেই ছবি দেখার পরই সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে নাকি লেখেন অনেকে। তবে ত্বরিতা স্পষ্ট করলেন, যদিও এ আচরণ সকলের নয়। তবে সাজ-পোশাক ব্যক্তি স্বাধীনতার বিষয় বলে মনে করেন তিনি। তাই এ নিয়ে স্পষ্ট জবাব দিয়েছেন বলে দাবি করলেন ত্বরিতা।

আরও পড়ুন, মা আর বরের কাছে আমি পৃথিবীর সেরা ভিলেন: কাঞ্চনা মৈত্র