Uma Serial: শেষ হচ্ছে ধারাবাহিক, মন খারাপ শিঞ্জিনী চক্রবর্তীর, দর্শকদের উদ্দেশে কী বললেন উমা

Uma: আমি তো নতুন। উমা ধারাবাহিকের হাত ধরে পরিচয়। তার আগে তো তেমন কিছু করিনি, দর্শক যে এত তাড়াতাড়ি আমায় মনে জায়গা করে দেবে ভাবিনি।

Uma Serial: শেষ হচ্ছে ধারাবাহিক, মন খারাপ শিঞ্জিনী চক্রবর্তীর, দর্শকদের উদ্দেশে কী বললেন উমা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 28, 2022 | 9:24 PM

জয়িতা চন্দ্র

রবিবার শেষ পর্ব সম্প্রচারিত হবে জি বাংলার ধারাবাহিক উমার। এই ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জগতে প্রথম পা রেখেছিলেন অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী। সকলের প্রিয় উমার চরিত্রে তিনি দাপটের সঙ্গে লড়াই করে দিয়েছে। তবে ড্রইং রুমে নিত্যদিনের রাজত্বের পালা এবার শেষ তাই মন খারাপ উমা অর্থাৎ শিঞ্জিনী চক্রবর্তীর। টিভি ৯ বাংলাকে একান্তে জানালেন মনের কথা। দর্শকদের মনে তো জায়গা করে নিয়েছে, ইন্ডাস্টিতে ছবিটা ঠিক কেমন, আগামীতে আবার কবে ফিরবেন অভিনেত্রী! সব প্রশ্নকে ছাপিয়ে শিঞ্জিনীর একটাই উত্তর, তিনি উমা চরিত্রটার কাছে কৃতজ্ঞ।

শিঞ্জিনী চক্রবর্তী জানান, “মডেলিং দিয়ে আমার কেরিয়ার শুরু। অভিনেত্রী হওয়া ইচ্ছে ছিল, কিন্তু সুযোগ কীভাবে পেলাম সে প্রসঙ্গে বলতে গেলে একজনের নাম না বললেই নয়, তিনি হলেন সুশান্ত দাস। উমার চরিত্রের জন্য তিনিই আমায় পছন্দ করেছিলেন। আর জি বাংলা আমায় দিয়েছে প্ল্যাটফর্ম। তাই উমা আমার প্রথম প্রোজেক্ট, সারা জীবন বিশেষ হয়েই থেকে যাবে। হঠাৎ করেই উমার চরিত্রের জন্য আমার কাছে ফোনটা আসে। এই চরিত্রের জন্য আমাকে অনেকটা তৈরি হতে হয়েছিল। ক্রিকেট শিখতে হয়েছিল। দীর্ঘ জার্নি, শুটিং শুরুর আগে থেকেই চরিত্রটাতে ঢোকার চেষ্টা করছিলাম। ক্রিকেটটা একদমই জানতাম না। ফলে ম্যাচ দেখা, ক্রিকেট নিয়ে চর্চা করা, সব সময় উমাতেই ঢুকে থাকতাম আমি। অন্যদিকে অভিনয়ে যেহেতু প্রথম, সেটের প্রতিটা মানুষ, ইউনিটের সকলে আমায় ভীষণ সাহায্য করতেন। ধৈর্য্য করে কাজটা বুঝিয়ে দিতেন। ফলে একটা পরিবার হয়ে গিয়েছিল। সকলকে ভীষণ মিস করছি, সত্যি। আজ যে উমা একটা সফল ধারাবাহিক, আমি উমা হয়ে উঠতে পেরেছে, সেটা কেবলমাত্র এই মানুষগুলোর জন্যই। আমি সব সময় কৃতজ্ঞ থাকব। আজ শেষ পর্বের সম্প্রচার। এই একবছর ভীষণ সুন্দর স্মৃতি হয়ে থাকল আমার কাছে। আজ সত্যি মনটা খারাপ। তবে সব শুরুরই তো একটা শেষ থাকে। উমারও তাই আজকে শেষ। নিশ্চই নতুন কোনও কাজ হবে, ভাল কিছু হবে, সেটার জন্যই অপেক্ষায় রয়েছি। তবে এখনও তেমন কোনও ডাক আমি পাইনি। আশা করি আবারও খুব তাড়াতাড়ি ফিরতে পারব পর্দায়। কবে সেটা এখনই বলতে পারছি না।”

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, “দর্শকদের উদ্দেশে একটাই কথা বলব, তাঁরা আমায় যেভাবে ভালবাসা দিয়েছে সত্যি প্রথমটায় আশা করিনি। আমি তো নতুন। উমা ধারাবাহিকের হাত ধরে পরিচয়। তার আগে তো তেমন কিছু করিনি, দর্শক যে এত তাড়াতাড়ি আমায় মনে জায়গা করে দেবে ভাবিনি। এতটাই আপন করে নিয়েছেন, নিজের বাড়ির মেয়ে করে নিয়েছেন, এটা আমার কাছে এক অদ্ভুত অনুভুতি। রাস্তায় কেউ দেখলেই বলে বসেন উমা যাচ্ছে। আমি সৌভাগ্যবতী যে এই ভালবাসাটা আমি পেয়েছি তাঁদের থেকে। আরও একটা বড় পাওয়া, উমা যতটা ভাল টিআরপি নিয়ে শুরু হয়েছিল, ঠিক ততটাই ভাল টিআরপি নিয়ে শেষ হচ্ছে। একবছর ধরে এই ধারাবাহিককে এতটা ভালবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। সকলে ভালবাসা না দিলে এতটা এগোতে পারতামই না। তাই সকলকে অনেক ধন্যবাদ।” আজই শেষ হচ্ছে এই ধারাবাহিক, আগামী কাল অর্থাৎ ২৮ অগস্ট সোমবার থেকে শুরু হবে জি বাংলার নতুন ধারাবাহিক জগদ্ধাত্রী।