দেবশ্রী রায়, দীর্ঘ বিরতির পর অবশেষে অভিনয় জগতে আবারও ফিরেছিলেন তিনি সর্বজয়া ছবির হাত ধরে। কিন্তু কোথাও গিয়ে যেন সেই চরিত্রকে পছন্দ হলেও দূর্বল চিত্রনাট্যের জেরেই হোক বা নতুনত্বের অভাবে হোক, দর্শক মন থেকে বেশ কিছুটা পিছিয়ে পড়েছে এই ধারাবাহিক। তবে অভিনেত্রী দেবশ্রী বরাবরই নিজের ভূমিকায় অনবদ্য। অভিনয় জগতে তাঁর অবদান অনস্বীকার্য। বর্তমানে সাধারণ মানুষের ড্রইং রুমে দেবশ্রীর নিত্য আনাগোনা। শাড়ি পরে ঘরোয়া লুকে তিনি নিজের জীবনের লড়াইয়ে ঠিক যেভাবে ফ্রেমবন্দি হচ্ছে প্রতিটা মুহূর্তে, তা মধ্যবিত্তের পরিবারের কাছে খুব কাছের গল্প, খুব চেনা গল্প।
তবে এবার সেই চেনা সুপারস্টাপই ধরা দিল অন্য ভাবে, অন্য স্বাদে। কীভাবে! সোশ্যাল মিডিয়ার পাতায় খুব একটা সক্রিয় নন অভিনেত্রী দেবশ্রী, মাঝে মধ্যে সেট থেকে একটি দুটি ছবি তিনি শেয়ার করে থানে। তবে এবার যে লুক তিনি সকলের সামনে আনলেন তা এক কথায় বলতে গেলে ঝড় তুলল ভক্তমনে। ছোটপর্দায় প্রথম আত্মপ্রকাশের পর শুনতে হয়েছিল একগুচ্ছ কটুক্তি, কেউ বলেছিল বুড়িয়ে যাচ্ছে, কেউ আবার বলেছিল বয়স হচ্ছে বলে তিনি বর্তমানে বেমানান। কিন্তু সব কটুক্তিকে উধাও করে দিয়ে এবার সবাপট জবাবে দেবশ্রী রায় এক ছবি দিলেন, তাতে নেটপাড়ার চক্ষু চড়কগাছ।
পরণে ওয়েস্টার্ন পোশাক, স্মার্ট লুকে ঝড় তোলা এই আউটফিটে সকলকে তাক লাগিয়ে এবার দেবশ্রীর নয়া অবতার। সব ধরণের পোশাকেই যে তিনি এখনও সচ্ছল, তা স্পষ্ট করে বুঝিয়ে দিতে পিছু পা হন নি তিনি। নতুন চ্যালেঞ্জ গ্রহণ করে প্রমাণ করলেন, তিনি এখনও ঠিক ততটাই দিপটের সঙ্গে টলিউডে রাজত্ব করার ক্ষমতা রাখেন। ছবি পোস্ট হতেই ভরে উঠল কমেন্ট বক্স। ঝড়ের গতীতে সকলের মনে জয়ার। ভক্তের ভালোবাসায় ভরে উঠল নেটপাড়া। এখন অপেক্ষার, এই অবতারে ক্যামেরার সামনে কি আদৌ ধরা দেবেন দেবশ্রী!
আরও পড়ুন- Unknown Facts: ছিল না বিন্দুমাত্র সংযম, রাতারাতি মদ্যপান ছাড়ার সিদ্ধান্ত আমিরের
আরও পড়ুন- Unknown Facts: পুরুষদের এই জিনিসটি ভীষণ পছন্দের আলিয়ার, রইল রণবীর-প্রেমিকার গোপন ফান্ডা