‘মোহর’-এর শঙ্খ। কলেজের অধ্যাপক। চরিত্রটিতে অভিনয় করেছেন প্রতীক সেন। প্রায় আড়াই বছর এই চরিত্রেই অভিনয় করেছেন। শঙ্খ হয়ে যাপন করেছেন দর্শকের মনে। দর্শকও ভালবাসা ঢেলে দিয়েছে। তাঁরা হয়তো শঙ্খকে ভুলতে পারবে না। কিন্তু প্রতীক? তিনি কি পারবেন? অভিনেতারা কি পারেন ভুলতে সেই সব চরিত্রকে যেগুলি তাঁদের পরিচয়ের অংশ হয়ে ওঠে? হয়তো পারেন না। ‘মোহর’ শেষ হয়েছে। শেষ হয়েছে শঙ্খর যাত্রাও। প্রতীকের ‘জিয়া নস্ট্যাল’ মুহূর্তে। তিনি মিস করছেন শঙ্খকে। TV9 বাংলাকে জানিয়েছেন সেই কথাই। প্রতীক বলেছেন, “একজন অভিনেতা হিসেবে শঙ্খ আমার পরিচয়ের অংশ। জনপ্রিয় চরিত্র। আমি ওকে মিস করবই।”
‘মোহর’ শেষ হওয়ার পর আপাতত তেমন শুটিং নেই প্রতীকের। কীভাবে সময় কাটছে তাঁর? বলেছেন, “আমার হাতে ১ মাস সময় আছে। কিছু ব্যক্তিগত কাজও আছে। সেগুলো করতে হবে। মেগা সিরিয়ালে অভিনয় করলে পরিবারকে সময় দেওয়া যায় না। এই এক মাস পরিবারের সঙ্গে সময় কাটানোর ইচ্ছে আছে। নিজেকে সময় দেব। তারপর আবার কাজে ফিরব।”
একমাস পর ফের পুরোদমে শুটিং ফ্লোরেই ফিরছেন প্রতীক। বলেছেন, “আমি তো কনট্যাক্টে আছি। জানাব নতুন কাজের কথা। এখন সারপ্রাইজ়টা থাক।”
‘মোহর’ ধারাবাহিকে মোহর, অর্থাৎ অভিনেত্রী সোনামণি সাহা মাত্র ১০ দিনের ব্রেক নিয়ে ফিরে আসছেন কাজে। TV9 বাংলাকে আগেই বলেছেন, “আমি মোটে দশ দিনের ব্রেক চাইছি। সবাই ছয় মাসের ব্রেক চায়।” সোনামণি জানিয়েছিলেন, তাঁর ‘কিটি ব্যাগে’ রয়েছে বেশ কিছু প্রজেক্ট। তবে চূড়ান্ত কিছু হয়নি। বলেছিলেন, “ফোন তো আসছেই। সবাইকে বলেছি, ১০ দিন পর সবকিছু নিয়ে কথা বলব।” স্টার জলসার সঙ্গে কন্ট্র্যাক্টে রয়েছেন। ওদিকে আবার ডাক আসছে প্রতিদ্বন্দ্বী চ্যানেল থেকেও। সব মিলিয়ে কিছুটা ধন্দে তিনি। তবে থেমে থাকতে চান না। তাই দশ দিনের মধ্যেই কিছু একটা সিদ্ধান্ত নিয়েই ফেলবেন অভিনেত্রী। তবে প্রতীক বলেছেন পুরোটাই সারপ্রাইজ়!
আরও পড়ুন: Kareena Kapoor Khan: করিনার ছবি তুলতে গিয়ে অভিনেত্রীর গাড়িতেই আহত এক সাংবাদিক
আরও পড়ুন: Rashmika Mandanna Birthday: আজ ‘ক্রাশমিকা’ মন্দনার জন্মদিন, জানুন কীভাবে এলেন অভিনয়ে…