Rashmika Mandanna Birthday: আজ ‘ক্রাশমিকা’ মন্দনার জন্মদিন, জানুন কীভাবে এলেন অভিনয়ে…

Rashmika Mandanna: ২৬ বছর বয়সে পা দিলেন রশ্মিকা মন্দনা। অল্প সময়ের মধ্যেই তিনি জাতীয় ক্রাশ!

| Edited By: | Updated on: Apr 05, 2022 | 10:58 AM
'পুষ্পা: দ্য রাইজ়' দক্ষিণী ছবির শ্রীবল্লি তিনি। দারুণ প্রতিভাময়ী, আত্মবিশ্বাসী এক অভিনেত্রী রশ্মিকা মন্দনা। আজ তাঁর জন্মদিন। ২৬ বছরে পা দিলেন 'ক্রাশমিকা'।

'পুষ্পা: দ্য রাইজ়' দক্ষিণী ছবির শ্রীবল্লি তিনি। দারুণ প্রতিভাময়ী, আত্মবিশ্বাসী এক অভিনেত্রী রশ্মিকা মন্দনা। আজ তাঁর জন্মদিন। ২৬ বছরে পা দিলেন 'ক্রাশমিকা'।

1 / 7
'পুষ্পা'তে তাঁকে নায়িকা হিসেবে পেয়েছেন দক্ষিণের সুপার স্টার আল্লু অর্জুন। কাজের অভিজ্ঞতা এতটাই ভাল, যে আল্লু তাঁকে নাম দিয়েছেন 'ক্রাশমিকা'। কেন না গোটা দেশের 'ক্রাশ' হয়ে উঠেছিলেন তিনি। অল্প সময়ের মধ্যেই পুরুষের হার্টথ্রব!

'পুষ্পা'তে তাঁকে নায়িকা হিসেবে পেয়েছেন দক্ষিণের সুপার স্টার আল্লু অর্জুন। কাজের অভিজ্ঞতা এতটাই ভাল, যে আল্লু তাঁকে নাম দিয়েছেন 'ক্রাশমিকা'। কেন না গোটা দেশের 'ক্রাশ' হয়ে উঠেছিলেন তিনি। অল্প সময়ের মধ্যেই পুরুষের হার্টথ্রব!

2 / 7
রশ্মিকা কর্ণাটকের মেয়ে। তাঁর জন্ম কুর্গে। অভিনেত্রী হওয়ার কথা ভাবেননি কোনওদিন। লেখাপড়ায় ভাল রশ্মিকা। স্নাতক হয়েছেন সাইকোলজিতে। সাংবাদিকতায় ন্যাক ছিল। পোস্ট-গ্র্যাজুয়েশন করেছেন সাংবাদিকতাতেই।

রশ্মিকা কর্ণাটকের মেয়ে। তাঁর জন্ম কুর্গে। অভিনেত্রী হওয়ার কথা ভাবেননি কোনওদিন। লেখাপড়ায় ভাল রশ্মিকা। স্নাতক হয়েছেন সাইকোলজিতে। সাংবাদিকতায় ন্যাক ছিল। পোস্ট-গ্র্যাজুয়েশন করেছেন সাংবাদিকতাতেই।

3 / 7
একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। সেটি জিতেওছিলেন। বিজ্ঞাপনে তাঁর ছবি বহু পরিচালকের নজর কেড়েছিল। এসেছিল ছবির অফার। কিন্তু রশ্মিকা ফিরিয়ে দেননি।

একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। সেটি জিতেওছিলেন। বিজ্ঞাপনে তাঁর ছবি বহু পরিচালকের নজর কেড়েছিল। এসেছিল ছবির অফার। কিন্তু রশ্মিকা ফিরিয়ে দেননি।

4 / 7
দক্ষিণী ছবি কিরিক পার্টিতে অভিনয়ে অভিষেক। সেই ছবির বাজেট ছিল ৪ কোটি টাকা। ব্যবসা করেছিল ৫০ কোটি। সুতরাং, প্রথম ছবিতেই ছক্কা। এই ঘটনার পর রশ্মিকাকে 'লক্ষ্মী' ভাবতে শুরু করেন নির্মাতারা। এল আরও ছবির অফার। ২০১৮ সালে প্রথম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান রশ্মিকা।

দক্ষিণী ছবি কিরিক পার্টিতে অভিনয়ে অভিষেক। সেই ছবির বাজেট ছিল ৪ কোটি টাকা। ব্যবসা করেছিল ৫০ কোটি। সুতরাং, প্রথম ছবিতেই ছক্কা। এই ঘটনার পর রশ্মিকাকে 'লক্ষ্মী' ভাবতে শুরু করেন নির্মাতারা। এল আরও ছবির অফার। ২০১৮ সালে প্রথম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান রশ্মিকা।

5 / 7
রশ্মিকা অভিনীত 'গীত গোবিন্দম', 'ডিয়ার কমরেড' বক্স অফিসে আগুন ধরিয়েছে আগেই। কিন্তু যে ছবি তাঁকে সর্বভারতীয় স্তরে স্টার তৈরি করেছে, সেটি 'পুষ্পা: দ্য রাইজ়'। এই ছবির হাত ধরেই আরও অনেকটা 'রাইজ়' হয়েছেন রশ্মিকার।

রশ্মিকা অভিনীত 'গীত গোবিন্দম', 'ডিয়ার কমরেড' বক্স অফিসে আগুন ধরিয়েছে আগেই। কিন্তু যে ছবি তাঁকে সর্বভারতীয় স্তরে স্টার তৈরি করেছে, সেটি 'পুষ্পা: দ্য রাইজ়'। এই ছবির হাত ধরেই আরও অনেকটা 'রাইজ়' হয়েছেন রশ্মিকার।

6 / 7
বলিউডের বহু পরিচালক-প্রযোজক এখন তাঁকে নিয়ে কাজ করতে চাইছেন। তিনিও মুম্বইয়ে যাতায়াত শুরু করে দিয়েছেন। বড়-বড় ব্যানারের সঙ্গে বৈঠক করছেন। বলিউডে তাঁর প্রথম ছবি হতে চলেছে 'মিশন মঞ্জু'। অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে রয়েছেন 'ক্রাশমিকা'...

বলিউডের বহু পরিচালক-প্রযোজক এখন তাঁকে নিয়ে কাজ করতে চাইছেন। তিনিও মুম্বইয়ে যাতায়াত শুরু করে দিয়েছেন। বড়-বড় ব্যানারের সঙ্গে বৈঠক করছেন। বলিউডে তাঁর প্রথম ছবি হতে চলেছে 'মিশন মঞ্জু'। অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে রয়েছেন 'ক্রাশমিকা'...

7 / 7
Follow Us: