Ghorer Bioscope Award 2023: সেরা অভিনেতার পুরস্কার পেলেন কে? কাকে বেছে নিলেন দর্শক?

Mithai: সন্ধে হলেই অলিতে-গলিতে ভেসে আসে সিরিয়ালের সেই চেনা সুর। চায়ের কাপ হাতে পর্দার সামনে বসে পড়েন সক্কলে। এবার সেই মেগা সিরিয়ালের সেরা অভিনেতাদের বাছাই করে নিলাম আমরা। তবে এই অ্যাওয়ার্ডকে দু'টি ভাগে করে নেওয়া হয়েছে।

Ghorer Bioscope Award 2023: সেরা অভিনেতার পুরস্কার পেলেন কে? কাকে বেছে নিলেন দর্শক?
মঞ্চে তারাদের সমাবেশ
Follow Us:
| Edited By: | Updated on: Jun 26, 2023 | 11:38 AM

তারায় ভরা এক সন্ধের সাক্ষী থাকল বাংলা। রূপোলী পর্দার তারকাদের নিয়ে সবচেয়ে বড় চাঁদের হাট, এই প্রথম TV9 বাংলার ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডে, সম্মানিত হলেন ওটিটি থেকে মেগা সিরিয়ালের কিংবদন্তীরা। পুরস্কার পেয়ে কী বলছেন তাঁরা? আসুন দেখে নেওয়া যাক…

সন্ধে হলেই অলিতে-গলিতে ভেসে আসে সিরিয়ালের সেই চেনা সুর। চায়ের কাপ হাতে পর্দার সামনে বসে পড়েন সক্কলে। এবার সেই মেগা সিরিয়ালের সেরা অভিনেতাদের বাছাই করে নিলাম আমরা। তবে এই অ্যাওয়ার্ডকে দু’টি ভাগে করে নেওয়া হয়েছে। আমাদের বিচারকদের বিচারে ও দর্শকদের বিচারে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিল কোন নায়করা? কী, জানতে ইচ্ছে করছে তো?

প্রথমেই দেখে নেওয়া যাক এই বিভাগে মনোনয়নের তালিকাটা। এই তালিকায় ছিলেন স্টার জলসার গাঁটছড়া ধারাবাহিকের গৌরব চ্যাটার্জী, জি-বাংলার ‘মিঠাই’ থেকে আদৃত রায়, কলরস বাংলার ‘ফেরারি মন’ধারাবাহিকের বিপুল পাত্র, স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’থেকে দিব্যজ্যোতি দত্ত।

বিচারকদের বিচারে সেরা অভিনেতার পুরস্কার উঠল ‘অনুরাগের ছোঁয়া’-এর দিব্যজ্যোতি দত্তর হাতে। তাঁর হাতে পুরস্কার তুলে দিলেন TV9 Network-এর এম.ডি এবং সি.ই.ও বরুণ দাস। মঞ্চে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। পুরস্কার পেয়ে স্বাভাবিকভাবেই আবেগে ভাসছেন দিব্যজ্যোতি। তাঁর চোখে-মুখে ফুটে উঠল বললেন, “আমি জানি না আমি এটার কতটা যোগ্য। আমি যে অভিনয়টাকে নিয়ে এগোতে পারছি এটা আমার সৌভাগ্য। এই অ্যাওয়ার্ডটার ওজন আমার কাছে অনেকটা বেশি। সক্কলকে ধন্যবাদ। যাঁদের ছাড়া সূর্য, সূর্য হতে পারত না। দর্শকরা হলেন টপ বস। আপনাদের জন্যই আমরা।” দর্শকদের বিচারে সেরা অভিনেতা’মিঠাই’-খ্যাত আদৃত রায়। তাঁর হাতেও উঠল পুরস্কার।