Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Reality Show: KBC-র প্রচারে কেন নেই আমির, অমিতাভের প্রশ্নে সাফ উত্তর ‘লাল সিং’-এর

Aamir Khan: কোন মন্তব্য শোনা মাত্রই অমিতাভ বচ্চন বলেন, কেন আমির খান কখনও প্রমোট করেননি বা প্রচার করেননি এই রিয়ালিটি শো-এর।

Reality Show: KBC-র প্রচারে কেন নেই আমির, অমিতাভের প্রশ্নে সাফ উত্তর 'লাল সিং'-এর
Follow Us:
| Edited By: | Updated on: Aug 01, 2022 | 4:34 PM

কেবিসি-র হাত ধরেই ছন্দে ফিরেছিলেন অমিতাভ বচ্চন। নিজের প্রযোজনা সংস্থা যখন ভরা ডুবিতে, যখন দেউলিয়া ঘোষণার মুখে অমিতাভ বচ্চন, তখনই পাশে ছিল এই শো। যা নিয়ে একাধিকবার কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। সেই কেবিসির সঞ্চালনাতে তাই একছত্র আধিপত্য অমিতাভ বচ্চনের। প্রতিবার এই ভাগ্য বদলের রিয়ালিটি শো ঘিরে থাকে দর্শকদের উত্তেজনার পারদ তুঙ্গে। ঝড়ের গতিতে যা ভাইরাল হয়। কয়েকটি প্রশ্নই কোটিপতী করতে পারে সাধারণ মানুষকে। সেই শো-এর মঞ্চেই এবার আমির খান।

স্বাধীনতা দিবসের ৭৫ বছর সেলিব্রেশনে এবার একাধিক স্পেশ্যাল এপিসোড নিয়ে আসছে এই শো। এরই মাঝে ভাইরাল আমির খানের প্রোমো। যেখানে দেখা যাচ্ছে আমির খানকে সোশ্যাল মিডিয়া নিয়ে মন্তব্য করতে। আমির খান জানান, তিনি টুইটরে খুব একটা সক্রিয় নন। কারণ টুইটে তেমন কিছু পোস্ট করেন না তিনি। মাঝে মধ্যে বন্ধুদের কিছু ছবি প্রমোশনের জন্য আমির খান তা পোস্ট করে থাকেন। এই মন্তব্য শোনা মাত্রই অমিতাভ বচ্চন বলেন, কেন আমির খান কখনও প্রমোট করেননি বা প্রচার করেননি এই রিয়ালিটি শো-এর।

কারণ একটাই, আমিরের মতে এই শো-এর কোনও প্রচারের প্রয়োজন নেই। বর্তমানে লাল সিং চাড্ডা ছবির প্রমোশনে ব্যস্ত রয়েছেন আমির খান। ঝড়ের গতিতে ভািরাল এই ছবির প্রতিটা খবরে এখন দর্শকদের কড়া নজর। সেই সুবাদেই বিভিন্ন শো-এ তাঁর উপস্থিতি বর্তমানয সেই কারণেই কেবিসি-র বিশেষ পর্বেও হাজির হলেন তিনি। পাশে নিয়ে আর্মি অফিসার। নানা প্রশ্নের উত্তর দিয়ে এদিন আমির খান ঠিক কতটা সকলের নজর কাড়তে পারেন, তা এখন সকলের লক্ষ্যে। আমির খানের এই উপস্থিতি ও অমিতাভের সঙ্গে খোলামেলা বাক্যালাপে ঠিক কতটা জমে ওঠে পর্ব, তাই এখন দেখার।