AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amitabh Bachchan: জয়ার ভয়ে প্রতিযোগীর অনুরোধ ফেরাতে হল অমিতাভকে?

KBC: জয়া বচ্চন সবসময় মেজাজ দেখিয়ে কথা বলে থাকেন। তাই সকলেই মনে করেন জয়া বচ্চনের ভয় ভয় বাড়ির অন্দরমহলে সময় কাটে অমিতাভের। সকলের এই ঠাট্টাকে মাঝেমধ্যেই স্বীকার করে নেন তিনি। তবে ভক্তদেরকে কোনওদিনই নিরাশ করে না অমিতাভ বচ্চন।

Amitabh Bachchan: জয়ার ভয়ে প্রতিযোগীর অনুরোধ ফেরাতে হল অমিতাভকে?
আমায় চরিত্র বলে দিন, কীভাবে করতে হবে বলে দিন, আপনি পরিচালনা করুন, ক্যামেরাকে একটি নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিন, কিছু শর্ট নিন, সবটাই তো কাগজে এভাবেই গুছিয়ে লেখা। স্পষ্ট জানিয়ে দেন বচ্চন।
| Edited By: | Updated on: Oct 28, 2023 | 3:34 PM
Share

জয়া বচ্চন ও অমিতাভ বচ্চনের সম্পর্ক যে কতটা মধুর তা কম বেশি সকলেই জানেন। যবে থেকে তাঁরা একসঙ্গে পথ চলে শুরু করেছেন, শত ঝড় ঝাপটার মাঝেও একে অন্যের হাত কোনওদিন ছাড়েননি। তবে দর্শক দরবারে এই দুইয়ের ব্যক্তি ইমেজ আকাশ পাতাল তফাৎ। একদিকে যেমন অমিতাভ বচ্চন হাসিমুখে সকলকে আপন করে নেন, তেমনই আবার উল্টোদিকে জয়া বচ্চন সবসময় মেজাজ দেখিয়ে কথা বলে থাকেন। তাই সকলেই মনে করেন জয়া বচ্চনের ভয় ভয় বাড়ির অন্দরমহলে সময় কাটে অমিতাভের। সকলের এই ঠাট্টাকে মাঝেমধ্যেই স্বীকার করে নেন তিনি। তবে ভক্তদেরকে কোনওদিনই নিরাশ করে না অমিতাভ বচ্চন।

ক্ষমতা মতো সকলের আবদার মেটানোর চেষ্টা করেন। তবে এবার তার ব্যতিক্রম হল। বর্তমানে কোন বানেগা ক্রোড়পতি রিয়্যালিটি শো-এ সঞ্চালনায় ব্যস্ত রয়েছেন অমিতাভ বচ্চন। এবার রাজস্থানের তিন কন্যা একসঙ্গে হটসিটে অমিতাভের সঙ্গে খেলার সুযোগ পেলেন সম্প্রতি এক পর্বে। তাঁদের মধ্যে এক কন্যা হঠাৎ আবদার করে বসলেন অমিতাভ বচ্চনের সঙ্গে ডেটিংয়ে যাওয়ার। শুনে অমিতাভ বচ্চন বললেন ডেটিং-এর অর্থ অন্য কিছু বোঝায়। অমিতাভের ফ্যান গার্ল উত্তরে জানালেন যাই বোঝাক, তিনি যেতে চান। অমিতাভ উত্তরে বললেন এসব তাঁকে এখন আর মানায় না। তাঁর এখন অনেক বয়স। উত্তরে প্রতিযোগী আশ্বাস দিয়ে আবারও জানান, অমিতাভকে এ বয়সেও সব মানায়।

অমিতাভ বচ্চন যখন বুঝতে পারলেন যে কোনওভাবেই তিনি মানতে রাজি নন তখন বললেন সুপার সিন্ধুক পর্বে দশটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে তিনি তাঁর সঙ্গে ডেটিংয়ে যাবেন। এটি একটি নতুন খেলা, যেখানে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জিতে নেওয়ার পর প্রতিযোগিতা অংশ নিতে পারেন। প্রতি সঠিক উত্তর কিছু ১০ হাজার করে পেয়ে থাকেন প্রতিযোগিতা। অমিতাভের এই উত্তর দেখে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল। কেউ লিখলেন বেজায় বিপাকে পরেন বিগ বি, কারও-র কথায় আবার জয়া বচ্চনের ভয়ে মন রাখতে পারলে না তিনি প্রতিযোগীর। সত্যি কি তাই? উত্তর বিগ বি-ই জানেন।