‘কৌন বনেগা ক্রোড়পতি’ থেকে কেন বাদ পড়েছিলেন শাহরুখ?

Kaun Banega Crorepati: সিজন ফাইভ ২০১১-এ সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান। কিন্তু সে বার তেমন জমেনি। শাহরুখ এই শো ফের উপস্থাপনা করুন, তা চাননি নির্মাতারও।

‘কৌন বনেগা ক্রোড়পতি’ থেকে কেন বাদ পড়েছিলেন শাহরুখ?
অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান।

| Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jul 05, 2021 | 10:05 PM

‘কৌন বনেগা ক্রোড়পতি’। এই রিয়ালিটি শোয়ের নাম উঠলেই দর্শকের মনে ভেসে আসে অমিতাভ বচ্চনের নাম। উপস্থাপনার মাধ্যমে এই শোয়ের জনপ্রিয়তা অন্য পর্যায়ে পৌঁছে দিয়েছেন তিনি। এর সিজন ফাইভ ২০১১-এ সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান। কিন্তু সে বার তেমন জমেনি। শাহরুখ এই শো ফের উপস্থাপনা করুন, তা চাননি নির্মাতারও। কেন শাহরুখকে বাতিল করা হয়েছিল, এতদিনে তার আসল কারণ জানালেন প্রযোজকরা।

সদ্য এক সাক্ষাৎকারে এই শোয়ের প্রযোজক সিদ্ধার্থ বসু বলেন, “আমার মনে হয়, নিজের মতো করে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ করেছিলেন শাহরুখ। নিজস্ব চার্ম বা মজার ভঙ্গী ছিল। ভাল রেটিংও ছিল। কিন্তু আসল সত্যিটা স্বীকার করাই ভাল। কেবিসি-র এবিসি হলেন অমিতাভ বচ্চন। ওঁকে ছাড়া সম্ভব নয়।”

সিদ্ধার্থ আরও জানান, অন্য যে কোনও কুইজ শোয়ের থেকে কেবিসি সব সময়ই আলাদা। মানুষের জীবনের গল্পকে এই শো-এ গুরুত্ব দেওয়া হয়েছে সব সময়। সেখানে লার্জার দ্যান লাইফ হোস্ট অমিতাভ বচ্চনকেই দরকার। সূত্রের খবর, চলতি বছরে কেবিসির তৃতীয় সিজনের শুটিং হবে। করোনা আতঙ্কের কারণে অনলাইনের মাধ্যমে দর্শকের অংশগ্রহণের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন, পাঁচ বছর পর পরিচালনায় ফিরছেন করণ, কোন অভিনেতাকে নিয়ে পরের ছবি?