Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পারিশ্রমিক শুনলে মাথায় হাত পড়ে যাবে! ‘খতরো কা খিলাড়ি’ এপিসোড পিছু কত টাকা পেলেন রোহিত?

শুটিংয়ের শেষ দিনে নিজের অভিজ্ঞতা এবং সকলকে ধন্যবাদ জানিয়ে রোহিত একটি দীর্ঘ পোস্টও করেন।

পারিশ্রমিক শুনলে মাথায় হাত পড়ে যাবে! ‘খতরো কা খিলাড়ি' এপিসোড পিছু কত টাকা পেলেন রোহিত?
রোহিত।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 22, 2021 | 5:08 PM

‘খতরো কা খিলাড়ি সিজন-১১’ সর্বাধিক প্রতীক্ষিত এক রিয়েলিটি শো। পুরো সিজনের শুটিং হয়েছিল দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। এটি শীঘ্রই প্রচারিত হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ফিল্মমেকার রোহিত শেট্টি। অংশ নিয়েছিলেন রাহুল বৈদ্য, শ্বেতা তিওয়ারি, দিব্যঙ্কা ত্রিপাঠি, অর্জুন বিজলানি, নিক্কি তাম্বোলি, অভিনব শুক্লা, বরুণ সুদ, সৌরভরাজ জৈন, বিশাল আদিত্য সিং, অনুষ্কা সেন, আস্থা গিল, মেহেক চাহাল এবং সানা মকবুল প্রমুখ।

এক প্রতিবেদন অনুসারে, রোহিত শেট্টি প্রতি পর্বের পারিশ্রমিক হিসেবে ৪৯ লক্ষ টাকা নিয়েছেন। আজ্ঞে হ্যাঁ, আপনি ঠিক পড়ছেন। বিগ বস ১৪-এর রানার আপ রাহুল বৈদ্য প্রতি পর্বের জন্য ১৫ লক্ষ টাকা এবং দিব্যাঙ্কা ত্রিপাঠি পেয়েছেন ১০ লক্ষ।

অন্যান্য প্রতিযোগীরা যেমন অর্জুন বিজলানি ৭ লক্ষ টাকা, অনুষ্কা সেন ৫ লক্ষ, নিক্কি তম্বোলি ৪.৪৪ লক্ষ, অভিনব শুক্লা ৪.২৫ লক্ষ, শ্বেতা তিওয়ারি ৪ লক্ষ, বরুণ সুদ ৩.৩৩ লক্ষ, বিশাল আদিত্য সিংহ ৩.৪৪ লক্ষ, সানা মকবুল ২.৪৪ লক্ষ, সৌরভরাজ জৈন ২ লক্ষ, আস্থার গিল ১.৮৮ এবং মেহেক চাহাল ১.৫ লক্ষ টাকা পারিশ্রমিকি হিসেবে নিয়েছেন।

শুটিংয়ের শেষ দিনে নিজের অভিজ্ঞতা এবং সকলকে ধন্যবাদ জানিয়ে রোহিত একটি দীর্ঘ পোস্টও করেন, তিনি লেখেন,  “৪২ দিনের দীর্ঘ উন্মত্ত ও অ্যাকশন-প্যাকড যাত্রা অবশেষে শেষ হযল! তবে এই সিজনে ছিল এক্সট্রা স্পেশাল। এমন এক সময়ে যখন বিশ্বজুড়ে ভয়ের অনুভূতি জড়িয়ে পড়েছিল, ক্রু সদস্য, টিম কালার্স, স্টান্টের দল এবং প্রতিযোগীসহ এই শোয়ের সঙ্গে জড়িত সবাই এই সিজনকে সমস্ত প্রতিকূলতার মধ্যেও প্রচুর সাহস এবং দৃঢ়তা দেখিয়েছেন। আমি সত্যই কৃতজ্ঞ বোধ করছি এবং ঈশ্বর এবং বিশ্বজগতকে ধন্যবাদ জানাই যে আমরা কোনও বাধা ছাড়া সিজনটি শেষ করতে পেয়েছি। আমি গর্বের সঙ্গে বলতে পারি যে এবার আমরা শোটিকে পরবর্তী স্তরে নিয়ে এসেছি এবং এখন আমরা আপনার সকলের সঙ্গে অ্যাডভেঞ্চার ভাগ করে নেওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না! কেপটাউন থেকে সাইন অফ।  মুম্বইয়ে ফিরছি, খতরো কা খিলাড়ি সিজন ১১…শীঘ্রই আসছে! ”,

আরও পড়ুন প্রযোজক স্বয়ং ঋত্বিক চক্রবর্তী! আসছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রদীপ্ত ভট্টাচার্যর প্রথম ওয়েব সিরিজ ‘বিরহী’