দেশ নয়, এবার বিদেশের বুকে পুষ্পা রাজ, বক্স অফিসে রেকর্ড গড়ছেন আল্লু

Pushpa 2 Box Office: গত দুই বছর ধরেই ভক্তরা অপেক্ষায় ছিলেন, কবে মুক্তি পেতে চলেছে এই ছবি। একের পর এক তারিখ বদল করে অবশেষে মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা ২’। ৫ ডিসেম্বর। তারই আগে গ্র্যান্ড সেলিব্রেশন হয়ে গেল বিহারের পাটনার গান্ধী ময়দানে।

দেশ নয়, এবার বিদেশের বুকে পুষ্পা রাজ, বক্স অফিসে রেকর্ড গড়ছেন আল্লু
এবার আসরে নামছে শ্রীলীলা। শ্রীলীলা দক্ষিণী অভিনেত্রী। এবার তাঁর আইটেম ডান্সে ঝড় তুলতে চলেছে ছবি। সঙ্গে থাকছেন পুষ্পা অর্থাৎ আল্লু অর্জুন। রবিবার সন্ধ্যা ৭ টা ২ মিনিটে সোশ্যাল মিডিয়ায় মুক্তি পাচ্ছে ‘কিসিক’ গান।
Follow Us:
| Updated on: Nov 20, 2024 | 10:07 PM

৫ ডিসেম্বর, আল্লু অর্জুন ভক্তদের কাছে উৎসবের দিন। কারণ বহু দিন অপেক্ষার পর মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা ২’ ছবি। আল্লু অর্জুন অনুরাগীদের কাউন্ট ডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। নভেম্বর মাস থেকেই পুষ্পা রাজ দেশ থেকে বিদেশের বুকে। ইতিমধ্যেই ছবির ট্রেলার সোশ্যাল মিডিয়ায় ইতিহাস গড়েছে। মাত্র ২৪ ঘণ্টায় ছবির ট্রেলারের ভিউ স্পর্শ করেছে ১০২০ লাখ। যা তেলুগু ছবির ইতিহাসে কখনও ঘটেনি। এবার বিদেশের বুকেও একইভাবে ঝড় তুলল এই ছবি। মঙ্গলবার ছবির পরিচালক সুকুমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, আমেরিকায় অগ্রীম বুকিং-এ এবার নজর কাড়া ফলাফল ‘পুষ্পা ২’ ছবির। ইতিমধ্যেই এক মিলিয়ন ডলার ছাড়িয়েছে লক্ষ্য মাত্রা। ফলে ‘পুষ্পা ২’-ই প্রথম ভারতীয় ছবি, যা এত দ্রুত বিদেশের বক্স অফিসে অগ্রীম বুকিং-এ ঝড় তুলেছে। ছবি মুক্তি পেতে এখনও বাকি ১৪ দিন। তার আগেই আল্লু জ্বরে কাবু দেশ থেকে বিদেশের ভক্তরা। সিনেপাড়ার অনুমান এই মুক্তির প্রথমদিনেই প্রায় ৩০০ কোটি ঘরে তুলতে চলেছে।

আল্লু অর্জুন, গত তিন বছরে যাঁকে নিয়ে গোটা দেশের অনুরাগীরা উচ্ছাসিত। সৌজন্যে ‘পুষ্পা’। আল্লু অর্জুনের জীবনে এই ছবি এক মাইলস্টোন। তাঁর জনপ্রিয়তা কেবল দক্ষিণী সিনেপাড়াতেই সীমাবদ্ধ থাকেনি। পুষ্পা ছবির হাত ধরে যা তিনি গোটা দেশে জনপ্রিয়তা লাভ করেছেন। এই ছবি তাঁর ঝুলিতে এনে দিয়েছে জাতীয় পুরষ্কারও। এবার পালা ‘পুষ্পা ২’ ছবির।

গত দুই বছর ধরেই ভক্তরা অপেক্ষায় ছিলেন, কবে মুক্তি পেতে চলেছে এই ছবি। একের পর এক তারিখ বদল করে অবশেষে মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা ২’। ৫ ডিসেম্বর। তারই আগে গ্র্যান্ড সেলিব্রেশন হয়ে গেল বিহারের পাটনার গান্ধী ময়দানে। যেখানে ‘পুষ্পা ২’ ছবির ট্রেলার লঞ্চে ঝড় তোলেন আল্লু অর্জুন-রশ্মিকা মন্দানা।