AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Adah Sharma: সোশ্যাল মিডিয়ায় নম্বর ফাঁস ‘নিষিদ্ধ’ ছবির অভিনেত্রীর, একের পর ফোন কলে উত্যক্ত নায়িকা

The Kerala Story: সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন সবাই যেভাবে এই ছবির পাশে দাঁড়িয়েছে তাতে এই ছবির সাফল্য সবার। 'দ্য কেরালা স্টোরি'-এর পর বলিউডে আদাহ-এর পরবর্তী রিলিজ় 'দ্য গেম অফ গিরিট'।

Adah Sharma: সোশ্যাল মিডিয়ায় নম্বর ফাঁস 'নিষিদ্ধ' ছবির অভিনেত্রীর, একের পর ফোন কলে উত্যক্ত নায়িকা
সোশ্যাল মিডিয়ায় নম্বর ফাঁস 'নিষিদ্ধ' ছবির অভিনেত্রীর, একের পর ফোন কলে উত্যক্ত নায়িকা
| Edited By: | Updated on: May 25, 2023 | 4:49 PM
Share

ফের শিরোনামে ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)। তবে এবার কারণটা একটু অন্য। এই সিনেমার হাত ধরে রাতারাতি সুপারস্টারের তকমা পেয়েছেন ছবির প্রধান চরিত্র আদাহ শর্মা (Adah Sharma)। এবার আবারও চর্চায় তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত ফোন নম্বর ফাঁস হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন অভিনেত্রী। কে করল ফাঁস করল তাঁর ব্যক্তিগত এই তথ্য?

মুক্তির পর থেকেই একের পর এক বিতর্কের জেরে লাইমলাইটে অভিনেত্রী আদাহ শর্মা। তবে বিখ্য়াত হওয়ার মাসুল যে এভাবে দিতে হবে, তা হয়তো বুঝে উঠতে পারেননি তিনি। সম্প্রতি ‘ঝামুন্ডা বোলতে’ নামক এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আদাহর নম্বরও ছড়িয়ে দেওয়া হয়। শুধু তাই-ই নয়,অভিনেত্রীর নতুন ফোন নম্বর ফাঁস করে দেওয়ারও হুমকি দেওয়া হয়। এর ফলে অনুরাগী ও নিন্দুকদের ক্রমাগত ফোনে প্রাণ ওষ্ঠাগত আদাহর। এখানেই থেমে থাকেনি সমস্যা, জুটছে ক্রমাগত হুমকিও। যদিও বর্তমানে নিষ্ক্রিয় হয়ে গিয়েছে ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তবে যেহেতু ফোন নম্বর ভাইরাল হয়ে গিয়েছে, তাই অশান্তি পোহাতে হচ্ছে অভিনেত্রীকে। আদাহর অনুরাগীদের তরফে মুম্বই পুলিশের কাছে আর্জি জানানো হয়েছে এই বিষয়ে আইনি পদক্ষেপ করার জন্য। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত অভিনেত্রীর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মুক্তির পর থেকেই বক্সঅফিসে লক্ষীলাভ করেছে ‘দ্য কেরালা স্টোরি’। দেশ-বিদেশ থেকে অভিনয়ের জন্য প্রশংসাও কুড়িয়ে নিচ্ছেন আদাহ। প্রধানমন্ত্রী-সহ সাধারণ মানুষের প্রশংসা পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত আদাহ। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন সবাই যেভাবে এই ছবির পাশে দাঁড়িয়েছে তাতে এই ছবির সাফল্য সবার। ‘দ্য কেরালা স্টোরি’-এর পর বলিউডে আদাহ-এর পরবর্তী রিলিজ় ‘দ্য গেম অফ গিরিট’। প্রসঙ্গত, মুক্তির পর থেকেই বক্স অফিসে ছক্কা হাঁকিয়ে যাচ্ছে ‘দ্য কেরালা স্টোরি’। চলতি মাসের ৫ তারিখ মুক্তি পায় এই ছবি। আজ বৃহস্পতিবার রিলিজের ২০ দিনের মাথায় লাভের অঙ্ক দাঁড়িয়েছে ২১০ কোটি। টাকার অঙ্কটা আরও বাড়বে সুদূর ভবিষ্যতে এমনটাই ধরে নেওয়া যেতে পারে। ‘১৯২০’ ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেন আদাহ। তবে খুব একটা পরিচিতি পাননি। তবে ‘দ্য কেরালা স্টোরি’-এর সাফল্যের পর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হবে না এমনটাই আশা করা যায়।

দেশজুড়ে শুরু হওয়া বিতর্কের প্রভাবে প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে এই সিনেমার নির্মাতাদের। একাধিক রাজ্যে ছবি নিষিদ্ধ ঘোষণা হওয়ার পর শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল টিম ‘দ্য কেরালা স্টোরি’।