দীপিকার সঙ্গে দুবছরের প্রেম! রণবীর কাপুরের আগে কোন নায়ক তাঁকে ঠকিয়ে ছিলেন, জানেন?
দীপিকা পাড়ুকোন। দীপিকার কেরিয়ার থেকে প্রেমজীবন মোটামুটি তাঁর অনুরাগীদের নখদর্পণে। কিন্তু জানেন কি, সিদ্ধার্থ মালিয় বা রণবীর কাপুর নন, দীপিকার মন ভেঙে ছিলেন বলিউডের আরও এক নায়ক!

এখন তিনি রণবীর সিং ঘরনি। ছোট্ট দুয়ার মা। বলিউডের নতুন ট্রেন্ড সেটার। একের পর এক বিগ বাজেট ছবিতে অফার পেয়ে রীতিমতো রেকর্ড গড়ছেন। হ্য়াঁ, দীপিকা পাড়ুকোন। দীপিকার কেরিয়ার থেকে প্রেমজীবন মোটামুটি তাঁর অনুরাগীদের নখদর্পণে। কিন্তু জানেন কি, সিদ্ধার্থ মালিয় বা রণবীর কাপুর নন, দীপিকার মন ভেঙে ছিলেন বলিউডের আরও এক নায়ক!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সময়টা ছিল যখন দীপিকা সবে মডেলিং জগতে পা রেখেছে। সিনেমার পর্দায় তখনও আসেননি। অন্যদিকে নায়ক মুজামমিল ইব্রাহিম মডেলিং ও সিনেজগতে ভালই পরিচিত। ঠিক সেই সময়ই মুজামমিলের প্রেমে পড়েছিলেন দীপিকা। মুম্বইয়ের নানা জায়গায় তাঁদের দেখাও যেত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মুজামমিল জানালেন, ” টানা দুবছর ধরে আমাদের সম্পর্ক ছিল। তখন আমি স্টার আর দীপিকা স্ট্রাগল করছে। দীপিকা আমাকে খুবই ভালবাসত। সেটা জেনেও আমি ওকে ছেড়ে দিই। তখন আমাকে অনেক বোঝানোর চেষ্টাও করেছিল, কিন্তু আমি শুনিনি। তবে সেটা নিয়ে আমার কোনও দুঃখ নেই। দীপিকা ভাল মেয়ে, ভাল অভিনেত্রী। আমাদের সেই রঙিন দিনগুলো মনে পড়লে ভালই লাগে।”
কেরিয়ার শুরুতে অনেকের সঙ্গেই নাম জুড়েছিল দীপিকার। কখনও ব্যবসায়ী বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থ মালিয়ার সঙ্গে, তো কখনও রণবীর কাপুরের সঙ্গে। তবে রণবীরের সঙ্গে তাঁর প্রেম নিয়ে প্রকাশ্যে দীপিকা মুখ খুললেও, আর কোনও প্রেমিক নিয়ে কখনই দীপিকাকে কিছু বলতে শোনা যায়নি। মুজামমিলের এই সাক্ষাৎকার নিয়ে অবশ্য এখনও মুখ খোলেননি বলিউডের মস্তানি।

