‘প্রথমে ছেলেদের শার্টের বোতাম দেখি, তারপর নীচে, আরও…’
Ri Sen: অভিনেত্রী ঋ সেনকে অনেকে পুরুষই পছন্দ করেন। কিন্তু ঋ যাঁকে পছন্দ করেন, তাঁর দিকে তিনি কীভাবে তাকিয়ে থাকেন জানেন। সে এক বিচিত্র তাকিয়ে থাকা। সম্প্রতি TV9 বাংলার সঙ্গে আড্ডা দিতে বসে ঋ বলেছেন...
অভিনেত্রী ঋতুপর্ণা সেন। তাঁকে অধিকাংশ মানুষই চেনেন ‘ঋ’ নামে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সাহসী অভিনেত্রী তিনি। যিনি অভিনয়ের স্বার্থে পুরোপুরি নগ্ন হতে পেরেছিলেন ‘গান্ডু: দ্য লুজ়ার’ কিংবা ‘কসমিক সেক্স’-এর মতো ছবিতে। পরবর্তীকালে তিনি মা-মাসিমাদের প্রিয় হয়ে উঠেছেন বাংলা সিরিয়ালে অভিনয় করে। ‘ত্রিনয়নী’, ‘ধ্রুবতারা’, ‘দুর্গা দুর্গেশ্বরী’, ‘জয়কালী কলকাত্তাওয়ালি’, ‘সাঝের বাতি’র মতো সিরিয়ালে অভিনয় করেছেন। সম্প্রতি TV9 বাংলার সঙ্গে আড্ডা দিয়েছেন ঋ। সেই আড্ডা পর্ব দারুণ উপভোগ করেছেন তিনি এবং তখন পুরুষদের ভাললাগা নিয়েও নানা কথা বলেছেন অভিনেত্রী।
তরুণ-তরুণীদের মধ্যে ‘ঝাড়ি’ মারা ব্যাপারটা খুবই সহজাত। কাউকে ভাল লাগলে, তাঁর দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার প্রক্রিয়ার চলতি শব্দ ‘ঝাড়ি’। ঋ-কে যেমন অনেক পুরুষই ‘ঝাড়ি’ করেন। অনেকে হয়তো জানেন না, ঋ-ও অনেককে ঝাড়ি করেন। অর্থাৎ, কোনও পুরুষকে ভাল লাগলে তাঁর দিকে চেয়ে থাকেন ঋ। এই তাকিয়ে থাকা যদি সেই পুরুষ গুণাক্ষরেও বুঝে যান, তা হলে মুখ ফিরিয়ে নেন ঋ। কিন্তু তিনি কীভাবে কোনও পছন্দের পুরুষের দিকে তাকিয়ে থাকেন, জানেন?
TV9 বাংলার ক্যামেরা তখন তাক করে রাখা অভিনেত্রী ঋ সেনের দিকে। তিনি বলতে শুরু করে তাঁর সহজাত কায়দায়। বলেন, “দেখুন আমি খুবই লাজুক। আমি ছেলেদের ঝাড়ি মারি, কিন্তু সে যখন আমার দিকে তাকায়, আমি সঙ্গে-সঙ্গে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিই। আমি দেখি তাঁর শার্টের বোতাম, তারপরে আরও নীচে, তারপর আরও গভীরে, আরও…। তারপরে আমি ভাবতে থাকি, সে আর আমি…।”