অনুমতি ছাড়া ভিডিয়ো তোলা না-পসন্দ বিক্রান্তের, জানেন কী করেছিলেন তিনি?
Vikrant Massey: বিক্রান্ত জানিয়েছেন, অনুমতি ছাড়া কোনও ব্যক্তি যদি তাঁর ভিডিয়ো রেকর্ড করেন, তা হলে সেটা তাঁর একেবারেই ভাল লাগে না। বিক্রান্ত নাকি তর্কাতর্কি জুড়ে দেন সেখানেই। বলেন, "কেউ যদি আমার ব্যক্তিসত্তাকে সম্মান করতে না পারেন, আমি তর্ক করি। চুপ করে থাকি না মোটেও।"
‘টুয়েলফথ ফেল’ ছবিতে সকলের ভাল লেগেছিল অভিনেতা বিক্রান্ত মসির অভিনয়। বলিউডে তাঁকে সংগ্রাম করেই জায়গা তৈরি করতে হয়েছে। ‘বালিকা বধূ’ হিন্দি ধারাবাহিকে তাঁকে শ্যামের চরিত্রে প্রথম দেখেছিল দর্শক। ‘টুয়েলফথ ফেল’ ছবিতে চম্বলের যুবক আইপিএস অফিসার মনোজ কুমারের চরিত্রে অভিনয় করেন বিক্রান্ত। আত্মজীবনী নির্ভর ছবিটি মুক্তির পরই বিক্রান্তকে নিয়ে আলোচনা শুরু হয়েছিল নতুন করে। সম্প্রতি তাঁর আসন্ন ছবি’ফির আয়ি হাসিন দিলরুবা’র প্রচারে ব্যস্ত আছেন বিক্রান্ত। এক সাক্ষাৎকারে জানালেন, তিনি নাকি এক ভক্তের উপর ভীষণই ক্ষুব্ধ হয়েছিলেন।
বিক্রান্ত জানিয়েছেন, অনুমতি ছাড়া কোনও ব্যক্তি যদি তাঁর ভিডিয়ো রেকর্ড করেন, তা হলে সেটা তাঁর একেবারেই ভাল লাগে না। বিক্রান্ত নাকি তর্কাতর্কি জুড়ে দেন সেখানেই। বলেন, “কেউ যদি আমার ব্যক্তিসত্তাকে সম্মান করতে না পারেন, আমি তর্ক করি। চুপ করে থাকি না মোটেও।”
অনেক সময়ই বাইরে স্ত্রীর সঙ্গে বাজার করতে গেলে কিংবা কোথাও খেতে গেলে মানুষ তাঁর ভিডিয়ো তুলে নেন। বিক্রান্ত জানিয়েছেন, এ সবই তাঁকে অস্বস্তিতে ফেলে দেয়। তিনি বিরক্ত বোধ করেন। একবার নাকি এক ব্যক্তি সিকিউরিটি চেকিংয়ের সময় তাঁর ভিডিয়ো রেকর্ড করছিলেন। তাঁকে ধরে সেই ভিডিয়োটি মুছতে বাধ্য করেছিলেন বিক্রান্ত।