আজই প্রাক্তন প্রেমিকা সোহিনীর বিয়ে, গাড়ি নিয়ে ‘নিরুদ্দেশ’ হলেন রণজয়?
Sohini-Ranojoy: আজই বিয়ে করছেন অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। সোহিনীর প্রাক্তন প্রেমিক রণজয় বিষ্ণু কি সেই বিয়েতে আমন্ত্রণ পেয়েছেন? দিনটা কীভাবে কাটাচ্ছেন রণজয়? সবটা জানালেন টিভি নাইন বাংলা ডিজিটালকে।
আজ ১৫ জুলাই। আজই প্রেমিক গায়ক শোভন গঙ্গোপাধ্যায়কে বিয়ে করছেন অভিনেত্রী সোহিনী সরকার। দিন দুই আগেই সেই খবর প্রকাশ্যে আসে। একসময় সোহিনীর সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেতা রণজয় বিষ্ণু। প্রেম ভাঙার পরও সোহিনীর জন্য মনের কোণে অগাধ সম্মান রেখে দিয়েছেন রণজয়। প্রাক্তন প্রেমিকা যাতে ভাল থাকেন, সেই কামনাই করেন সবসময়। আজ সোহিনীর বিয়ে। সেই বিয়েতে কি আমন্ত্রণ পেয়েছেন রণজয়? গোটা দিনটা কেমনভাবে কাটছে তাঁর? জানালেন টিভি নাইন বাংলা ডিজিটালকে।
সোহিনীর বাড়িতে এখন বিয়ের আয়োজন চলছে। বিয়ের কনে তিনি। দিনভর রীতিনীতির মধ্যে দিনটা যাপন করবেন। অন্যদিকে সারাটাক্ষণই নিজেকে সাংঘাতিক ব্যস্ত রাখছেন রণজয়। সকাল-সকাল বেরিয়ে পড়েছেন গাড়ি নিয়ে। না, না নিরুদ্দেশ হচ্ছেন না তিনি। গন্তব্য শুটিং লোকেশন। সকাল থেকে রাত পর্যন্ত, প্রায় গোটা দিনটাই নিজেকে কাজেই ডুবিয়ে রাখবেন রণজয়।
তিনি কি সোহিনীর বিয়েতে আমন্ত্রণ পেয়েছেন? এই প্রশ্নের জবাবে একগাল হেসে রণজয় বলেছেন, “কেন পাব বলুন তো? তবে একটা কথা বলতে পারি, সোহিনী যেখানেই থাকুক, যাঁর সঙ্গেই থাকুক, ও যেন সবসময় সুখী থাকে। এটাই আমার অন্তরের কামনা।”