AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমার স্বামীর মতো ফাজিল একটাও নেই’, বলেন ঋষি কৌশিকের স্ত্রী দেবযানী

Rishi Kaushik Marriage Turmoil: টিভি নাইন বাংলা ডিজিটালকে ঋষি সাফ বলেছেন, যা বলার ভিডিয়োতেই তিনি বলেছেন। আর কোনও কথাই তিনি বলবেন না। তখন সদা হাসিখুশি ঋষির কণ্ঠে ধরা পড়েছিল কাঠিন্য। বলেছিলেন, "মানুষ কি সবসময় হাসিখুশি থাকতে পারেন...?"

'আমার স্বামীর মতো ফাজিল একটাও নেই', বলেন ঋষি কৌশিকের স্ত্রী দেবযানী
বিয়ের দিন ঋষি-দেবযানী।
| Updated on: Jul 30, 2024 | 1:14 PM
Share

তাঁদের মধ্যে নাকি সাংসারিক কোন্দল। স্ত্রী দেবযানী চক্রবর্তীর থেকে নাকি সেই কারণেই আলাদা থাকছেন বাংলার অবাঙালি নায়ক ঋষি কৌশিক। দিন কয়েক আগে বিষয়টি নিয়ে একটি ভিডিয়োও সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ঋষি। দুঃখ-যন্ত্রণার কথা ভাগ করে নিয়েছিলেন হ্যান্ডসম অভিনেতা। তবে সত্য যে কী, তা নিয়ে একেবারেই মুখ খুলতে নারাজ ঋষি। টিভি নাইন বাংলা ডিজিটালকে সোজা বলেই দিয়েছিলেন, যা বলার ভিডিয়োতে বলেছেন। আর কোনও কথাই তিনি বলবেন না। সদা হাসিখুশি ঋষির কণ্ঠে ধরা পড়েছিল কাঠিন্য। বলেছিলেন, “মানুষ কি সবসময় হাসিখুশি থাকতে পারেন…?”

কয়েক বছর আগে বাঙালি মতে প্রেমিকা দেবযানীকে বিয়ে করেছিলেন ঋষি। সেই খবরে হাজার-হাজার রমণীর মন ভেঙে টুকরো-টুকরো হয়ে গিয়েছিল। দেবযানী আইটি কোম্পানিতে কর্মরত। ঋষির সঙ্গে পেশাগত দিক থেকে এক্কেবারে আলাদা। পশ্চিমবঙ্গের মহিলা কমিশনের মেম্বারও দেবযানী। মহিলাদের অধিকারের জন্য লড়াই করেন। তাঁদের উপর হওয়া অত্যাচারের বিরোধিতা করেন। একবার একটি গেম শোতে এসে নিজের ব্যাপারে সে কথাই জানিয়েছিলেন দেবযানী। স্বামী ঋষি আসলে কেমন, সেই সত্যিটাও জানিয়েছিলেন অকপট।

আপাতভাবে অনেকেই মনে করেন ঋষি গম্ভীর মানুষ। তাঁর ব্যক্তিত্ব কঠিন। জিম ফ্রিক, বাইক-পাহাড়-বন্য পশুপ্রেমী মানুষটা যে আসলে চরম ‘ফাজিল’ তা ফাঁস করেছিলেন তাঁর স্ত্রী দেবযানীই। বলেছিলেন, “আমার বাপের বাড়ির লোকদের পিছনে ভীষণ লাগে ও। ওকে দেখে একদম ভাববেন না ও খুব গম্ভীর। ওর মতো ফাজিল আর একটাও নেই।”

অসম থেকে কলকাতায় এসে কলকাতারই হয়ে গিয়েছেন অভিনেতা ঋষি কৌশিক। তিনি বাঙালি নন। কিন্তু খুব কম মানুষেরই তাঁর মতো বাংলা ভাষায় দক্ষতা আছে। বাংলা সিরিয়ালের অতি পরিচিত মুখ তিনি। ‘একদিন প্রতিদিন’, ‘এখানে আকাশ নীল’, ‘ইষ্টিকুটুম’-এর মতো জনপ্রিয় বাংলা সিরিয়ালের নায়ক তিনি। সম্প্রতি খলনায়কের চরিত্রে অভিনয় করছেন হিন্দি সিরিয়াল ‘ঝনক’-এ। বাংলাদেশের বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। ইউটিউবে খুঁজলেই পেয়ে যাবেন সেই সমস্ত নাটক। অসম থেকে কলকাতায় এসে যেমন কলকাতার বাংলা ভাষাকে আত্মস্থ করে নিয়েছিলেন ঋষি, তেমনই বাংলাদেশে গিয়েও সেখানকার বিশেষভাবে বলা ঢাকা স্টাইলের বাংলাও রপ্ত করেছেন।