‘আমি দায়িত্ব নিয়ে সিঙ্গল’, কেন বলতে বাধ্য হলেন আয়েশা?

Ayesha Bhattacharya: তাঁকে নিয়ে গুগলে কী সার্চ হয়, জানতে চেয়েছিলেন অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য। যে ফলাফল বেরিয়েছে, তার স্ক্রিনশট শেয়ার করেছেন অভিনেত্রী। এবং নিজেই উত্তর দিয়েছেন সব প্রশ্নের। জানতে চান, সেই প্রশ্ন কী? কী উত্তর দিয়েছেন আয়েশা?

'আমি দায়িত্ব নিয়ে সিঙ্গল', কেন বলতে বাধ্য হলেন আয়েশা?
আয়েশা ভট্টাচার্য।
Follow Us:
| Updated on: Jul 09, 2024 | 3:20 PM

আয়েশা ভট্টাচার্য। বাংলা সিরিয়াল ও সিনেমার পরিচিত মুখ। গুগলে তাঁর ব্যাপারে কী নিয়ে সার্চ করা হয়, তা দেখতে চেয়েছিলেন অভিনেত্রী। সেই স্ক্রিন শট তিনি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। তাতে নানা মজার-মজার সার্চ বেরিয়ে এসেছে। প্রথম দুটি সার্চেই আয়েশার প্রেম জীবন নিয়ে প্রশ্ন–আয়েশা ভট্টাচার্য কি বিবাহিত? আয়েশার স্বামী কে?

গুগল নয়, এই প্রশ্ন দুটির উত্তর নিজেই দিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, “প্রথম দুটো প্রশ্ন বড়ই চিন্তার বিষয়… বিশ্বাস করুন আপনারা, আমি দায়িত্ব নিয়ে সিঙ্গল।” বাকি চারটি প্রশ্নে কোনও আপত্তি নেই আয়েশার। সেই প্রশ্নগুলি হল–আয়েশার বাবার নাম কী? আয়েশার মায়ের নাম কী? আয়েশার জন্মদিন কবে? আয়েশার অভিভাবকেরা কারা?

মাত্র ৪ বছর বয়সে অভিনয় জীবন শুরু করেছিলেন আয়েশা। শিশুশিল্পী হিসেবে টেলিজগতে পা রাখেন। এক নাচের রিয়্যালিটি শোতে অংশগ্রহণ করেছিলেন তিনি। লাইমলাইটে আসেন বেশি করে। তারপর তিনি ফের কাজ করতে শুরু করেন সিরিয়াল, সিনেমায়। সোশাল মিডিয়াতেও তিনি ভীষণ অ্যাকটিভ। নানা ধরনের মজার-মজার ভিজিয়ো পোস্ট করেন। সম্প্রতি মুক্তি পেয়েছে আয়েশা অভিনীত বাংলা ছবি ‘বুমেরাং’। সেই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় আয়েশাকে। ছবিতে নায়িকা রুক্মিণী মৈত্রর সমান একটি চরিত্রে দাপিয়ে অভিনয় করেন আয়েশা।