মা হওয়া নিয়ে অকপট জবাব তৃণার, বলেছেন, ‘দুটো বাচ্চা কীভাবে সামলাব!’
Trina Saha: কয়েকদিন আগেই শেষ হয়েছে তৃণার সিরিয়াল 'লাভ আজকাল বিয়ে'। বিয়ের পর কি তাঁকে শুনতে হয়, কবে মা হবেন তিনি? এই প্রশ্নের উত্তর টিভি নাইন বাংলা ডিজিটালকে দিয়েছেন তৃণা। জানেন কী বলেছেন তিনি?

তৃণা সাহা। লেখাপড়ায় মেধাবী এই অভিনেত্রী বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ। তাঁর অভিনয়ের জাদুতে সকলেই মোহিত। তৃণা বিয়ে করেছেন তাঁর দীর্ঘদিনের প্রেমিক নীল ভট্টাচার্চকে। নীলও পেশায় একজন অভিনেতা। লেখাপড়া করতে গিয়ে তাঁদের আলাপ এবং প্রেম। দু’জনেই ছোট পর্দার অভিনেতা। কয়েকদিন আগেই শেষ হয়েছে তৃণার সিরিয়াল ‘লাভ আজকাল বিয়ে’। বিয়ের পর কি তাঁকে শুনতে হয়, কবে মা হবেন তিনি? এই প্রশ্নের উত্তর টিভি নাইন বাংলা ডিজিটালকে দিয়েছেন তৃণা। জানেন কী বলেছেন তিনি?
তৃণা জানিয়েছেন, তিনি খুবই লাকি। তাঁর এমন এক পরিবারে বিয়ে হয়েছে, যেখানে কোন আত্মীয়-স্বজনই তাঁকে মা হওয়ার জন্য চাপ দেন না। তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন তাঁর শ্বশুর-শাশুড়ির কথা। তৃণা বলেছেন, “নীলের বাবা-মা অত্যন্ত ভাল মানুষ। আমাকে এবং নীলকে তাঁরা খুবই ভাল করে বোঝেন। তৃণার বক্তব্য, আমাকে কখনওই তাঁরা সন্তান নেওয়ার জন্য চাপ দেন না। তাঁরা বিষয়টা আমাদের উপরেই ছেড়ে দিয়েছেন। তা ছাড়া আমি এবং নীল, আমরা দু’জনেই খুবই ছোট। এখনই আমরা বাবা-মা হওয়ার মতো অবস্থায় আসিনি। আর আমি যদি ছোট হই, নীল আমার চেয়েও বেশি ছোট। দুটো বাচ্চাকে আমি এই বয়সে কীভাবে সামলাবো, বলুন।”
‘খোকাবাবু’, ‘বালিঝড়’-এর মতো ধারাবাহিকে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তৃণা। তিনি অভিনয় করেছেন বড়পর্দাতেও। তাঁকে দেখা গিয়েছে ওয়েব সিরিজেও। অভিনয়ের পাশাপাশি স্বাধীন ব্যবসা চালান নীল-তৃণা। তাঁদের একটি পোশাকের বুটিক রয়েছে। সেটিকেই তাঁরা সন্তানের মতো প্রতিপালন করছেন।
