‘গান্ডু’, ‘কসমিক সেক্স’-এ নগ্ন ঋতুপর্ণার উদ্দাম যৌনতা দেখে কতখানি আহত হয়েছিলেন তাঁর মা?
Rituparna Sen-Ri Sen: ছোটবেলায় মায়ের কারণেই সিনেমার প্রতি আগ্রহ তৈরি হয় ঋতুপর্ণার। মা-মেয়ে মিলে সিনেমা হলে দেখতে গিয়েছিলেন 'রাম তেরি গঙ্গা মেইলি'। যে ছবি তোলপাড় করেছিল সে সময়। ছবির নায়িকা মন্দাকিনীর ঝর্নার নাচ এবং ভেজা শাড়ির মধ্যে থেকে তাঁর সুস্পষ্ট স্তনবৃন্ত দেখে ঋয়ের দুটো চোখ হাতের পাতা দিয়ে ঢেকে দেননি তাঁর মা। বরং এই ধরনের বহু ছবি মেয়েকে দেখিয়েছেন তিনি। কিন্তু নিজের মেয়ের বেলায়। মানতে পেরেছিলেন কী?

স্নেহা সেনগুপ্ত
বাংলা সিনেমায় সম্পূর্ণ নগ্ন হওয়ার ধক দেখিয়েছেন একমাত্র একজন। আজ তাঁর কথা হোক। তিনি অভিনেত্রী ঋতুপর্ণা সেন। ‘গান্ডু: দ্য লুজ়ার’ এবং ‘কসমিক সেক্স’ ছবিতে তিনি অভিনয় করেছিলেন। ফ্রন্টাল নিউডিটি দেখিয়েছিলেন তাঁর প্রেমিক কৌশিক মুখোপাধ্যায় (কিউ মানে পরিচিত) পরিচালিত এই দুটি ছবিতে। সেই সাহসী অভিনেত্রীকে আজ পর্যন্ত ভুলতে পারেননি দর্শক। আচ্ছা, ঋতুপর্ণার নগ্নতা কি তাঁর মা দেখেছিলেন? দেখে কী ছিল তাঁর প্রতিক্রিয়া, খোঁজ নিল TV9 বাংলা।
ছোটবেলায় মায়ের কারণেই সিনেমার প্রতি আগ্রহ তৈরি হয় ঋতুপর্ণার। মা-মেয়ে মিলে সিনেমা হলে দেখতে গিয়েছিলেন ‘রাম তেরি গঙ্গা মেইলি’। যে ছবি তোলপাড় করেছিল সে সময়। ছবির নায়িকা মন্দাকিনীর ঝর্নার নাচ এবং ভেজা শাড়ির মধ্যে থেকে তাঁর সুস্পষ্ট স্তনবৃন্ত দেখে ঋয়ের দুটো চোখ হাতের পাতা দিয়ে ঢেকে দেননি তাঁর মা। বরং এই ধরনের বহু ছবি মেয়েকে দেখিয়েছেন তিনি। কিন্তু নিজের মেয়ের বেলায়। মানতে পেরেছিলেন কী?
সেই মেয়ে পরবর্তীকালে মন্দাকিনীর চেয়েও সাহসী হয়ে ধরা দিয়েছিলেন ‘গান্ডু : দ্যা লুজ়ার’ এবং ‘কসমিক সেক্স’-এর মতো ছবিতে। মন্দাকিনীর বক্ষ অর্ধেক ঢাকা ছিল ‘রাম তেরি গঙ্গা মেইলি’তে। কিন্তু ঋতুপর্ণা অভিনয় করেছেন সম্পূর্ণ নগ্নতাকে সঙ্গী করে। মেয়েকে ওভাবে দেখে কী ছিল অভিনেত্রীর মায়ের প্রতিক্রিয়া।
ঋতুপর্ণা বলেছেন, “আমার মা এবং আমার বাড়ির লোকজন কেউই গান্ডু কিংবা কসমিক সেক্স দেখেননি। কেবল গান্ডু কিংবা কসমিক সেক্স নয়, আমার মা মনে হয় আমার কোনও ছবিই সেভাবে দেখেননি। আমার মায়ের কাছে সিনেমা মানেই বিগ স্ক্রিন। ‘গান্ডু’ কিংবা ‘কসমিক সেক্স’ তো সিনেমা হলে রিলিজ় করেনি। ফলে মায়ের আরওই দেখার সুযোগ হয়নি।”





