অপ্রস্তুত চন্দন! সহ-অভিনেত্রীকে দীর্ঘ চুম্বন করতে হয় এক দৃশ্যে, শুটিংয়ে হাজির কয়েকশো দর্শক…
Chandan Sen: চলছিল ঋতুপর্ণ ঘোষের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি 'বাড়িওয়ালি'র শুটিং। ছবিতে অভিনেতা চন্দন সেন এবং অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর একটি অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য ছিল। গোধূলিবেলায় ঝড়ের সিন। পুরনো বাড়ির দালানে কাপড় মেলা দড়িতে। হঠাৎ ঝড় আসায় কাপড় তুলতে ছুট্টে আসে বাড়ির পরিচারিকা মালতি।
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘মানিকবাবুর মেঘ’। তাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা চন্দন সেন। ছবি নিয়ে চর্চা এখন সর্বত্র। চন্দনের দুর্দান্ত পারফরম্যান্স তাক লাগিয়ে দিয়েছে। কিন্তু জানেন কি, এই চন্দনকেই এক সময় অপ্রস্তুত পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল ঋতুপর্ণ ঘোষের শুটিংয়ে। কী ঘটেছিল জানেন?
চলছিল ঋতুপর্ণ ঘোষের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘বাড়িওয়ালি’র শুটিং। ছবিতে অভিনেতা চন্দন সেন এবং অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর একটি অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য ছিল। গোধূলিবেলায় ঝড়ের সিন। পুরনো বাড়ির দালানে কাপড় মেলা দড়িতে। হঠাৎ ঝড় আসায় কাপড় তুলতে ছুট্টে আসে বাড়ির পরিচারিকা মালতি (সুদীপ্তা চক্রবর্তী)। সেই সময় তাকে জাপটে ধরে তার প্রেমিক চন্দন। সংলাপ বলতে-বলতে দীর্ঘ চুম্বনের দৃশ্য ছিল সেটি।
এক সাক্ষাৎকারে চন্দন বলেছিলেন, “দেড় পাতার চুম্বনের দৃশ্য ছিল। সংলাপ ছিল। চুমু খেতে-খেতে চলছিল সংলাপ বলা। সেই সঙ্গে ছিল একাধিক ক্যামেরা। এমন এক প্রতিকূল পরিস্থিতিতে কয়েকশো লোক দাঁড়িয়ে শুটিং দেখছিলেন আমাদের।”
‘বাড়িওয়ালি’ মুক্তি পায় ২০০০ সালে। ছবিতে অভিনয় করেছিলেন কিরণ খের, চিরঞ্জিত চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, চন্দন সেন, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো তারকা অভিনেতারা। ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন সুদীপ্তা। সমাদৃত হয়েছিলেন বাকি শিল্পীরাও।