AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘সা রে গা মা পা’র সপ্তাহ শেষের অতিথি উদিত নারায়ণ এবং অমিত কুমার

প্রতি সপ্তাহেই নতুন চ্যালেঞ্জের মুখে প্রতিযোগীদের ছুড়ে দেয় এই মঞ্চ। বিচারকদের মতামত ঋদ্ধ করে শোটিকে।

‘সা রে গা মা পা’র সপ্তাহ শেষের অতিথি উদিত নারায়ণ এবং অমিত কুমার
মঞ্চে অন্যান্য বিচারকদের সঙ্গে অমিত কুমার।
| Updated on: Jan 13, 2021 | 2:41 PM
Share

পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে আনা হয় সেরা প্রতিভাদের (singers)। মঞ্চে তাঁদের গায়কীর বিচার করেন বিচারকরা। গুরুদের তালিম পেয়ে সেই প্রতিভারা আরও ক্ষুরধার হয়ে ওঠে। তারপর মঞ্চ বেছে নেয় সেরা প্রতিভাকে। ঠিক এই ভাবেই গত কয়েক বছর ধরে গানের সেরা প্রতিভাদের খুঁজে আনছে ‘সা রে গা মা পা’। এবার সেই মঞ্চে দর্শকদের আনন্দ দিতে আসছেন উদিত নারায়ণ এবং অমিত কুমার।

এই মুহূর্তে এই রিয়ালিটি শো-এ বিচারকের দায়িত্ব সামলাচ্ছেন শ্রীকান্ত আচার্য, জয় সরকার, আকৃতি কক্কর এবং মিকা। মেন্টরের আসনে রয়েছেন রাঘব চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী এবং মনোময় ভট্টাচার্য। আগামী শনিবার বিশেষ অতিথি হয়ে আসছেন উদিত নারায়ণ এবং আগামী রবিবার থাকবেন অমিত কুমার।

udit-narayan

মঞ্চে গান গাইছেন উদিত।

মঞ্চে অমিত থাকা মানেই গানের সঙ্গে পাওনা কিশোর কুমারের গল্প। কিশোরের রেকর্ডিংয়ের কিছু অজানা গল্প মঞ্চে শেয়ার করবেন অমিত। আর উদিতের পছন্দের শহর কলকাতা। এই শহর নিয়ে টুকরো মুহূর্তের স্মৃতি শেয়ার করবেন তিনি। উদিতের কথায়, “এই চ্যানেলের সঙ্গে আমার দারুণ সম্পর্ক। প্রতি বছর নতুন প্রতিভাদের খুঁজে আনে সা রে গা মা পা। এই বছরও তার ব্যতিক্রম হবে না।”

আরও পড়ুন, ‘অনেক কিছু শিখেছি’, ‘বেদের মেয়ে জোৎস্না’-র শুটিং শেষে বললেন শ্রীমা

প্রতি সপ্তাহেই নতুন চ্যালেঞ্জের মুখে প্রতিযোগীদের ছুড়ে দেয় এই মঞ্চ। বিচারকদের মতামত ঋদ্ধ করে শোটিকে। সঙ্গে রয়েছে মেন্টরদের পরামর্শ। আর গোটা শো-এ আবির চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় যেন অন্য মাত্রা পায়।

আরও পড়ুন, সদ্যোজাতের ভিডিও বিরুষ্কা-কন্যার নয়, কে জানালেন ইনস্টাগ্রামে?