বছরের প্রথম দিনে সুখবর শোনালেন অনিন্দিতা-সুদীপ, মার্চেই আসছে নতুন অতিথি
বছরের প্রথম দিনেই সুখবর শোনালেন অভিনেত্রী অনন্দিতা রায়চৌধুরী এবং অভিনেতা সুদীপ সরকার। আর কিছু দিনের অপেক্ষা। পরিবার বড় হতে চলেছে। আসতে চলেছে নতুন সদস্য। অভিনবভাবে খুশির খবর শোনালেন যুগলে। একটি মিষ্টি ক্রিয়েটিভ পোস্ট করে খবরটি জানালেন তাঁরা।
বছরের প্রথম দিনেই সুখবর শোনালেন অভিনেত্রী অনন্দিতা রায়চৌধুরী এবং অভিনেতা সুদীপ সরকার। আর কিছু দিনের অপেক্ষা। পরিবার বড় হতে চলেছে। আসতে চলেছে নতুন সদস্য। অভিনবভাবে খুশির খবর শোনালেন যুগলে। একটি মিষ্টি ক্রিয়েটিভ পোস্ট করে খবরটি জানালেন তাঁরা। দুজনেই ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা।
এই মুহূর্তে সুদীপকে দর্শক দেখছেন ‘ফুলকি’ সিরিয়ালে। অন্য দিকে অনিন্দিতা কাজ করছেন ‘তেঁতুলপাতা’ সিরিয়ালে। দর্শকের কাছে দুষ্টু লোক হিসাবেই পরিচিত সুদীপ। তবে পর্দার চরিত্রের সঙ্গে বাস্তবে তাঁর কোনও মিল নেই এ কথা সবাই বলেন। এ দিন নিজের শুটিং সেট থেকে বেশ কিছু ছবি পোস্ট করেন অনিন্দিতা। অন্ত্বঃসত্ত্বাকালীন অবস্থায় কাজ এখনও চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী।
View this post on Instagram
২০২২ সালের ২৬ জানুয়ারি বিয়ে করেন সুদীপ এবং অনিন্দিতা। মাত্র পাঁচমাস প্রেমপর্বের পর বিয়ে করেন তাঁরা। কাছের কিছু বন্ধুবান্ধব এবং দুই পরিবারের উপস্থিতিতে সই সাবুদ সেরেছিলেন তাঁরা। ‘চ্যাম্পিয়ন’, ‘তুমি আসবে বলে’, ‘কুসুমদোলা’, ‘কে আপন কে পর’, ‘মেয়েবেলা’-সহ একাধিক ধারাবাহিকের পরিচিত মুখ সুদীপ। অন্যদিকে ‘ধুলোকণা’, ‘পটলকুমার গানওয়ালা’, ‘ভুতু’, ‘কে আপন কে পর’, ‘করুণাময়ী রাণী রাসমণি’, ‘দেশের মাটি’, ‘গুড্ডি’-র মতো হিট সিরিয়ালে কাজ করেছেন অনিন্দিতা। আপাতত নতুন অতিথির অপেক্ষায় যুগলে। মার্চেই সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী।