AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Manali Dey: টলিপাড়ায় একাধিক বিবাহবিচ্ছেদ , দাম্পত্য নিয়ে কী বললেন মানালি?

Manali: মানালি মণীষা দে এবং অভিমন্যু মুখোপাধ্যায় টলিপাড়ার অন্যতম আলোচিত জুটি। ২০২০ সালের ১৪ অগস্ট বিয়ে সেরেছিলেন তাঁরা। তার আগেও মানালিদের বেশ অনেকগুলো বছরের চেনা জানা। প্রেম পর্বের পর সংসার জীবনও হয়ে গেল বেশ অনেক দিন। বিবাহবার্ষিকী উপলক্ষে এ দিন একটি মিষ্টি পোস্টও করেছিলেন মানালি। ইন্ডাস্ট্রিতে একের পর এক সম্পর্ক ভাঙা-গড়ার কাহিনির আলোচনার মাঝে নিজের সম্পর্ক নিয়ে কী বললেন মানালি?

Manali Dey: টলিপাড়ায় একাধিক বিবাহবিচ্ছেদ , দাম্পত্য নিয়ে কী বললেন মানালি?
| Edited By: | Updated on: Aug 16, 2024 | 3:29 PM
Share

মানালি মণীষা দে এবং অভিমন্যু মুখোপাধ্যায় টলিপাড়ার অন্যতম আলোচিত জুটি। ২০২০ সালের ১৪ অগস্ট বিয়ে সেরেছিলেন তাঁরা। তার আগেও মানালিদের বেশ অনেকগুলো বছরের চেনা জানা। প্রেম পর্বের পর সংসার জীবনও হয়ে গেল বেশ অনেক দিন। বিবাহবার্ষিকী উপলক্ষে এ দিন একটি মিষ্টি পোস্টও করেছিলেন মানালি। স্বামী অভিমন্যুর সঙ্গে ছবি পোস্ট করে তিনি লেখেন,”ঝগড়াঝাটি ভাব এই ভাবেই বন্ধুত্ব এগিয়ে যাক… সবেমাত্র চার, সারা জীবন একসাথে থাকবো এই কথাই থাক।” বর্তমানে ইন্ডাস্ট্রিতে চারিদিকে শুধুই বিয়ে ভাঙার খবর। কারও বিয়ে ভাঙছে তো কারও প্রেম।

সম্প্রতি একগুচ্ছ এমনই ঘটনা প্রকাশ্যে উঠে এসেছে। এই মুহূর্তে যেমন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নীলাঞ্জনা সেনগুপ্ত এবং যিশু সেনগুপ্ত। তাঁদের ২০ বছরের দাম্পত্যে নাকি ভাঙন ধরেছে। যদিও নিজেদের ডিভোর্সের কথা এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেননি তাঁরা। এত নেতিবাচক আলোচনার মাঝে মানালি-অভিমন্যুর ভাল থাকার খবর যেন এক চিলতে রোদ্দুরের মতো। সম্পর্ক টিকিয়ে রাখা কি সত্যিই এতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে? TV9 বাংলার তরফে যোগাযোগ করা হয় মানালির সঙ্গে।

অভিনেত্রী বললেন,”সম্পর্ক কেন ভাঙছে এই উত্তরটা আমার পক্ষে দেওয়া খুব কঠিন ব্যাপার। কারণ, আমি একটা মানুষকে বন্ধু হিসাবে যেমন ভাবে চিনি কিন্তু সে সঙ্গী হিসাবে কেমন সেটা সত্যিই বলতে পারা খুব কঠিন। তাই এই বিষয়ে আমার মন্তব্য করা উচিত নয়। তবে একটা কথা বলতে চাই সেটা হল, আমরা যখন কোনও সম্পর্ক ভাঙার গল্প শুনি তখন যদিও আলোচনা হয় দুটো মানুষকে নিয়ে। কিন্তু এটা ভুল যাই যে তাঁদেরও পরিবার আছে। কাছের মানুষ রয়েছে।

তাঁদের উপরেও প্রভাব পড়ে। যাঁরা সম্পর্ক থেকে বেরোয় তাঁদের নিজেদেরও বলার কিছু থাকে। আমরা যে যার মতো করে ভেবে নিই। সেটাই আমাদের বন্ধ করা উচিত। কম কথা বলে একটু ভাবা উচিত। আমাদের একটু সংযম থাকা দরকার।” উল্লেখ্য, মানালিকে শেষ দেখা গিয়েছিল ‘কার কাছে কই মনের কথা’ সিরিয়ালে। তাঁকে আবারও নতুন করে দেখার অপেক্ষায় দর্শক।