Abantika Biswas: পরিচালক হিসেবে প্রথম ছবি শুরু করতে চলেছেন অবন্তিকা

Abantika Biswas: প্রথম ছবি পরিচালনা করতে চলেছেন অবন্তিকা। ছবির নাম ‘ভয় পেয়ো না’।

Abantika Biswas: পরিচালক হিসেবে প্রথম ছবি শুরু করতে চলেছেন অবন্তিকা
অবন্তিকা বিশ্বাস। ছবি: ফেসবুক থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 22, 2021 | 3:05 PM

কোঁকড়া চুলের গোলগাল এক মেয়ে। নাকে নথ। দস্যি সেই মেয়ে বিয়ের পর আবার গুছিয়ে সংসারী হল। এই মেয়েকে আপনি দেখেছেন ‘রসগোল্লা’তে। পাভেল পরিচালিত ‘রসগোল্লা’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অবন্তিকা বিশ্বাস। ক্ষীরোদমণি দেবীর ভূমিকায় তাঁর অভিনয় পছন্দ করেছিলেন দর্শক। মাঝে ‘লৌকিক অলৌকিক’ টেলি সিরিজে কাজ করেছেন। এ বার সেই অভিনেত্রী পরিচালকের আসনে।

প্রথম ছবি পরিচালনা করতে চলেছেন অবন্তিকা। ছবির নাম ‘ভয় পেয়ো না’। এ প্রসঙ্গে TV9 বাংলাকে অবন্তিকা বললেন, “আমারই চিত্রনাট্য। প্রি প্রোডাকশনের কাজ চলছে এখন। খুব তাড়াতাড়ি হয়তো শুটিং শুরু করতে পারব। এটা হরর স্যাটায়ার। ছবি তৈরির পর বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠানোর পরিকল্পনা রয়েছে আমাদের। তারপর হয়তো ইউটিউবে রিলিজ করতে পারি।”

অবন্তিকা এবং তাঁর বন্ধুদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। তার নাম ‘ইচ্ছে ক্রিয়েশনস’। অবন্তিকা জানালেন, সেই চ্যানেলে এখন থেকেই অডিয়ো ভিজুয়াল কনটেন্ট নিয়মিত আপলোড করার পরিকল্পনা করেছেন তাঁরা। সেই পরিকল্পনার অঙ্গ হিসেবেই আসছে ‘জোনাক কথা’। এটি অরিজিনাল স্টোরি। লেখায় ও পাঠে সুচন্দ্রা সিনহা। এটি অডিও ভিজুয়াল ফর্ম্যাটে পোস্ট করা হবে বলে জানালেন।

অবন্তিকা পরিচালিত প্রথম ছবিতে কারা অভিনয় করছেন? অভিনেত্রী বললেন, “আমি অভিনয় করব। আরও অনেক নতুন মুখ রয়েছেন। যাঁরা ডিজার্ভিং। তাঁরা সামনে আসতে চলেছেন।”

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী অবন্তিকা। নাটক নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা চলছে তাঁর। সাড়ে তিন বছর বয়স থেকে আবৃত্তি শিখেছেন অবন্তিকা। তার চর্চা বজায় রয়েছে এখনও। কিছুদিন আগে তাঁর গুরু সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণের পর গুরুর স্মৃতিতে অনলাইনে আবৃত্তি শেখাতেও শুরু করেছিলেন অভিনেত্রী। ভবিষ্যতে অফলাইনেও শেখানোর পরিকল্পনা রয়েছে তাঁর। লকডাউনের মধ্যে টেলিভিশনে ফেরার পরিকল্পনা করেছিলেন বলে আগেই জানিয়েছিলেন অবন্তিকা। তৃতীয়, চতুর্থ শ্রেণীতে পড়ার সময় ‘কী আশায় বাঁধি খেলাঘর’ ধারাবাহিকে শেষ কাজ করেছিলেন তিনি। এতদিন পরে ফের টেলিভিশন ফেরার প্রসঙ্গে অবন্তিকা বললেন, “টেলিভিশনের অফার ছিল। ছবিরও কথা হয়েছিল। দেখা যাক নতুন কী শুরু করতে পারি, ইন্ডিপেনডেন্ট কাজটা নিয়ে এখন ব্যস্ত থাকছি খুব।”

আরও পড়ুন, Interview: প্রথম উপন্যাস ফেসবুকে লেখার সিদ্ধান্ত কেন নিলেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়?