এ বছর ২৭ তম চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী ছবি হিসেবে নির্বাচন করা হয়েছিল সুনীল গঙ্গোপাধ্যায়র ক্লাসিক ও সত্যজিৎ রায়ের কাল্ট সিনেমা ‘অরণ্যের দিনরাত্রি’কে। করোনাকালে ফিল্ম ফেস্টিভ্যাল পিছিয়ে যাওয়ায় দর্শকের আর হলে বসে দেখা হয়নি ছবিটি। তবে অরণ্যের দিনরাত্রি আবারও আসছে পর্দায়। মূখ্য ভূমিকায় টলিপাড়ার একরাশ চেনা মুখ।
ছবির নাম ‘আবার অরণ্যের দিনরাত্রি’। পরিচালক ‘সুমন মৈত্র’। ছবিতে অভিনয় করতে চলেছেন পায়েল সরকার, অলিভিয়া সরকার, রুপসা মুখোপাধ্যায়সহ অনেকেই। ছবি নিয়ে পরিচালক সুমন মৈত্র জানিয়েছেন, ছবিটি চারজন বন্ধুর। তাঁর কথায়, “ট্র্যাভেল ব্লগ তৈরি করে চার বন্ধু এক দিন ঘুরতে যায় অরণ্যে ঘেরা এক অঞ্চলে। আর সেখানেই রয়েছে টুইস্ট। ঘটে যায় নানা ঘটনা।”
ছবিটির প্রযোজক ইন্দো অ্যামেরিকান প্রোডাকশন ও চিরোক ফিল্মস। ছবির শুটিং হবে উত্তরবঙ্গে। অরণ্যের দিন রাত্রির ওঠাপড়া বোঝাতে এর চেয়ে ভাল জায়গা আর কী বা হতে পারে।
পরিচালকের দাবি, ছবিতে প্রধান চার অভিনেতাকেই দেখা যাবে একেবারে অন্য ভাবে। তাঁর এর আগের ছবি ‘দশমী’। তাতে অভিনয় করেছিলেন কোয়েল মল্লিক। সুনীলের সৃষ্টি, সত্যজিতের কৃষ্টিকে কেন্দ্র করে তৈরি এই ছবি কতটা দর্শক উপভোগ করতে পারেন, এখন সেটাই দেখার।