Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kartik Aaryan: কার্তিক আরিয়ানের জন্য এ কী করলেন অভিনেতার এক ‘পাগল’ ভক্ত!

ফুটবল খেলে বের হচ্ছিলেন কার্তিক। আচমকাই তাঁর সামনে হাজির হন এক যুবক। তাঁর বুকে ব্যান্ডেজ। কার্তিককে সেই ব্যান্ডেজ খোলার জন্য অনুরোধ জানান তিনি। প্রথমটায় খানিক অবাক হয়ে যান অভিনেতা।

Kartik Aaryan: কার্তিক আরিয়ানের জন্য এ কী করলেন অভিনেতার এক 'পাগল' ভক্ত!
কার্তিকের জন্য ভক্তের 'পাগলামি'।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 07, 2022 | 5:38 PM

বাড়ির সামনে ঠায় দাঁড়িয়ে থাকা, গাড়ির পিছনে ধাওয়া… ভক্তদের ‘আজিব কিসসা’র কথা হামেশাই শেয়ার করতে দেখা যায় সেলেবদের। এবার কার্তিক আরিয়ানের জন্য এক ভক্তের ‘কীর্তি’ দেখলে তাজ্জব হবেন আপনিও। কার্তিক তো অবাক হয়েছেনই, তবে একই সঙ্গে তিনি আপ্লুতও।

ফুটবল খেলে বের হচ্ছিলেন কার্তিক। আচমকাই তাঁর সামনে হাজির হন এক যুবক। তাঁর বুকে ব্যান্ডেজ। কার্তিককে সেই ব্যান্ডেজ খোলার জন্য অনুরোধ জানান তিনি। প্রথমটায় খানিক অবাক হয়ে যান অভিনেতা। এর পরেই সন্তর্পণে যুবকের বুকের ব্যান্ডেজ সরাতেই অভিনেতা অবাক। কার্তিকের মুখ আঁকা ট্যাটু বুকের বাঁ দিকে করিয়েছেন ওই যুবক। কার্তিক আপ্লুত, হাসিমুখে তাঁর সঙ্গে ছবিও তোলেন তিনি। যুবকের খুশি তখন দেখে কে? তবে শুধু এই একবার দিন কয়েক আগেও অভিনেতার জন্য দুই মহিলা ভক্তের ‘পাগলামি’ ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে। কার্তিকের এক ঝলক পাওয়ার আশায় অভিনেতার বাড়ির সামনে ‘কার্তিক, প্লিজ বেরিয়ে এসো’ বলে হাঁকডাক শুরু করে দেন তাঁরা। এক সময় কান্নাও ভেঙে পড়েন।

এরপরেই আসল চমক। ভক্তের ডাকে সাড়া দিয়েছিলেন কার্তিকও। নিচে নেমে এসে ওই দুই তরুণীর সঙ্গে ছবিও তোলেন তিনি। তাঁদের যেন বিশ্বাসই হচ্ছে না। ফ্যানেদের প্রতি কার্তিকের এই মিষ্টি ব্যবহার নেটিজেনদের মনে করিয়ে দিয়েছিল আরও এক অভিনেতার কথা। তিনি সুশান্ত সিং রাজপুত। ধনী-দরিদ্র নির্বিশেষে ফ্যানেদের ডাকে এভাবেই নাকি সাড়া দিতেন সুশান্তও, দাবি তাঁদের। প্রসঙ্গত, কার্তিক ও সুশান্ত দুজনেই বলিউডের আউটসাইডার। প্রতিভার জোরে নিজেদের প্রমাণ করেছেন গ্ল্যামার দুনিয়ার। সুশান্ত চলে গিয়েছেন, তবে কার্তিকের সাফল্যেই সুশান্তকে আজও খুঁজে পান অভিনেতার ভক্তরা।