Nandini Chatterjee: ‘শুনতে হবেই…’, পরম-পিয়া জল্পনা মাঝে এবার সরব আবিরের স্ত্রী নন্দিনী

Tollywood Gossip: পরিস্থিতি দেখে সরব হলেন এবার নন্দিনী চট্টোপাধ্যায়। কারণ কটাক্ষের ঝড় তাঁর ওপর দিয়েও কম বয়ে যায়নি। শরীরের গরণ নিয়ে বার বার তাঁকে অস্বস্তিকর মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে। যদিও তাতে সত্যি কিছু এসে যায় না। 

Nandini Chatterjee: 'শুনতে হবেই...', পরম-পিয়া জল্পনা মাঝে এবার সরব আবিরের স্ত্রী নন্দিনী
Follow Us:
| Edited By: | Updated on: Nov 30, 2023 | 4:02 PM

সোশ্যাল মিডিয়া, সেলিব্রিটি আর ট্রোল যেন একে অপরের সঙ্গে জড়িয়ে। সেলেবদের ট্রোলের শিকার হতে হননি, এমনটা কখনই দেখা যায়নি। যাই হোক না কেন, একশ্রেণি সর্বদাই মুখিয়ে থাকেন খুঁত ধরবেন বলে। সেই তালিকায় সদ্য উঠে এসেছে দুই নাম, পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। তাঁদের বিয়ে নিয়েও অসন্তোষ এক শ্রেণি, বিবাহ বিচ্ছেদের পর বিয়েটাকি অস্বাভাবিক? সোশ্যাল মিডিয়ার কিছু পোস্ট দেখে এমন ঠিক তেমনটাই মনে হচ্ছে। কারণ নিশানায় এখন নবদম্পতি। গায়ক সুরকার অনুপং রায়ের প্রাক্তন স্ত্রী এখন পরমব্রতর বর্তমান। তাতেই শোরগোল নেটপাড়ায়। যদিও তা নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই কারও। তবে পরিস্থিতি দেখে সরব হলেন এবার নন্দিনী চট্টোপাধ্যায়। কারণ কটাক্ষের ঝড় তাঁর ওপর দিয়েও কম বয়ে যায়নি। শরীরের গরণ নিয়ে বার বার তাঁকে অস্বস্তিকর মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে। যদিও তাতে সত্যি কিছু এসে যায় না।

তবে সোশ্যাল মিডিয়ায় এই প্রথম হলেন তিনি সরব। লিখলেন, ‘আমার বিয়ের ১৬ বছর হয়ে গেল। নিজেকে ভাগ্যবান বলে মনে হয় যে আবির অভিনেতা হিসেবে জনপ্রিয় হওয়ার অনেক আগে বিয়েটা করে ফেলেছি। জানি না বিয়ের পর মুহূর্ত থেকে অচেনা-অজানা মানুষদের থেকে ক্রমাগত ধেয়ে আসা নোংরা, অসভ্য অশালীন মন্তব্য শুনে আমার মানসিক অবস্থা কী হত! ভাববেন না কোনও এক তারকার সঙ্গীকেই এর সম্মুখীন হতে হচ্ছে। কারও রেহাই নেই। কাউকে বডি শেমিং করা হয়, তো কাউকে কথা শুনতে হয় আগের সম্পর্ক নিয়ে। কোনও না কোনও কারণে আপনাকে নোংরা কথা শুনতে হবেই। সব কিছু নিঁখুত-সুন্দর হলেও শুনতে হবে। কী অসাধারণ সমাজ আমাদের।’ তাঁর এই মন্তব্য দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন পরমের পিয়া। তিনিও সম্মতি জানিয়ে বললেন, এই বিষয়টা এড়িয়ে যাওয়াই শ্রেয়।