AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Basabdatta Chatterjee: প্রথমবার মা হলেন বাসবদত্তা, সংসারে এল ফুটফুটে একরত্তি

Basabdatta Chatterjee: ২০১৪ সালে ‘আসা যাওয়ার মাঝে’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর শুরুটা অবশ্য ঋতুপর্ণ ঘোষের হাত ধরেই।

Basabdatta Chatterjee: প্রথমবার মা হলেন বাসবদত্তা, সংসারে এল ফুটফুটে একরত্তি
বাসবদত্তা চট্টোপাধ্যায়
| Edited By: | Updated on: Jul 22, 2022 | 10:21 PM
Share

টলিউডের ব্রেকআপ কিসসার মাঝে একমুঠো সতেজ বাতাস। অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়ের সংসারে এখন শুধুই আনন্দ। প্রথম বার মা হলেন অভিনেত্রী। সংসারে এল ফুটফুটে একরত্তি। এ দিন সকালেই শহরের এক বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। হাসপাতালের বেডে শুয়েই টিভিনাইন বাংলাকে অভিনেত্রী জানালেন, মেয়ে হয়েছে তাঁর। মা-মেয়ে দুজনেই সুস্থ রয়েছেন। বাসবদত্তার কথায়, “এমনিতে কোনও সমস্যা হয়নি। তবে একটু ক্লান্ত রয়েছি।”

অন্যদিকে স্বামী অনির্বাণ বিশ্বাসও খবর ভাগ করে নিয়েছেন সামাজিক মাধ্যমে। আর তাতে উপচে পড়েছে শুভেচ্ছার ঢল। অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ চালিয়ে গিয়েছিলেন বাসবদত্তা। মাস কয়েক আগেও এক মিউজিক ভিডিয়োয় দেখা গিয়েছে তাঁকে। ২০১৮ সালে বিয়ে করেন বাসবদত্তা। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। তাঁর টানা চোখ, মিষ্টি হাসির প্রেমে পড়েছেন অনেকেই। টলিউডের ‘ভাল মেয়ে’ ইমেজই আবর্তিত হয় তাঁকে কেন্দ্র করে।

২০১৪ সালে ‘আসা যাওয়ার মাঝে’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর শুরুটা অবশ্য ঋতুপর্ণ ঘোষের হাত ধরেই। ‘গানের ওপারে’ ধারাবাহিক দিয়েই অর্জুন চক্রবর্তী, মিমি চক্রবর্তীর মতোই যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী। অভিনয় করেছেন নেগেটিভ চরিত্রেও। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘রক্তরহস্য’তে তাঁকে দর্শক পেয়েছিল ডার্ক চরিত্রে। পরমব্রত চট্টোপাধ্যায পরিচালিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক ‘অভিযান’-এও দেখা গিয়েছে তাঁকে। হাতেও রয়েছে বেশ কিছু কাজ। তবে আপাতত আগামী কিছু দিন খুদেকে সামলানোই লক্ষ্য তাঁর। আপাতত মা হয়ে উচ্ছ্বাস যেন ধরেই রাখতে পারছেন না তিনি।