Debashish Mondal: ‘মন্দার’খ্যাত দেবাশিস মণ্ডলের নতুন কাজ যশ-নুসরতের সঙ্গে

Sneha Sengupta |

Dec 17, 2021 | 5:48 PM

'মন্দার' পালটে দিল কাজের গতি। ১৬ বছর হিল্লিদিল্লি অভিনয়ের পর বাংলার হলেন দেবাশিস।

Debashish Mondal: মন্দারখ্যাত দেবাশিস মণ্ডলের নতুন কাজ যশ-নুসরতের সঙ্গে
'মন্দার'খ্যাত অভিনেতা দেবাশিস মণ্ডল

Follow Us

মন্দার’ ওয়েব সিরিজ়ে মন্দারের চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই আলোচনায় চলে এসেছেন অভিনেতা দেবাশিস মণ্ডল। তাঁর কাছে এখন কাজের অফার বাংলা থেকেও। TV9 বাংলাকে এক্সক্লুসিভভাবে জানালেন পরিচালক শিলাদিত্য মৌলিক। তাঁর আসন্ন ছবি ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’তে কাস্ট করা হয়েছে দেবাশিসকে। ছবিতে রয়েছেন যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। তাঁদের বন্ধুর চরিত্রে দেবাশিস। খুবই গুরুত্বপূর্ণ চরিত্র। ছাত্র রাজনীতি নিয়ে ছবির গল্প। ছবিতে মাস্টারমশাইয়ের চরিত্রে অভিনয় করছেন সুমন্ত মুখোপাধ্যায়। সেই খবর আগেই TV9 বাংলা জানিয়েছে আপনাদের।

ইন্ডাস্ট্রিতে ১৬ বছর কাজ করছেন দেবাশিস। থিয়েটার, সিনেমা, ওয়েব সিরিজ়। উল্লেখযোগ্য মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্যা ফ্যামিলি ম্যান’-এ টাস্ক ফোর্স অফিসারের চরিত্রে কাজ করেছেন। এহেন দেবাশিসকে নিজের প্রথম পরিচালনার প্রজেক্ট ‘মন্দার’-এর মুখ করেন অনিবার্ণ। অভিনেতার পরিচালনা, বাকিদের পারফরম্যান্স, আবহসঙ্গীত, সংলাপ, চিত্রনাট্য, উপস্থাপনা, ক্যামেরা, কালারিং… সবটা মিলিয়েই বাংলা ওয়েব সিরিজ়ের জগতে হিল্লোল উঠেছে যাকে বলে। ‘মন্দার’ দেবাশিস নজর কাড়তে শুরু করেছেন অন্য পরিচালকদের।

TV9 বাংলা থেকে যোগাযোগ করা হলে দেবাশিস বলেন, “এর আগে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমাকে কেউ চিনত না। আমি দিল্লি, মুম্বইতেই কাজ করতাম। ‘মন্দার’ হওয়ার পর মানুষ আমাকে চিনতে পারছে। এটা ভেবে আমার ভাল লাগছে। সেটাই আমার মনে হয় ট্রিগার পয়েন্ট। মানুষ জানতে পারছেন, যে এরকম একজন অভিনেতা রয়েছেন আশপাশে। কাজ আসছে।”

‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ ছবির পরিচালক শিলাদিত্য মৌলিক বলেছেন, “আমি তো দেবাশিসের ‘মন্দার’ ছাড়া আর কিছু দেখিনি। ওটা দেখার পরই ঠিক করি চরিত্রটার জন্য ওকেই কাস্ট করব। ওকে অফার করি। ও-ও রাজি হয়ে যায়।”

আরও পড়ুন: Ashutosh Rana: প্রত্যেক ছবি এবং ওয়েব সিরিজ়কেই এক মহিলার সঙ্গে তুলনা করেছি আমি: আশুতোষ রানা

আরও পড়ুন: Jeetu Kamal: ‘নিকট আত্মীয় বিয়োগের মতো মনে হচ্ছে’, সত্যজিতের চরিত্র থেকে বেরনো যেন জিতুর কাছে মুন্নাভাইয়ের ‘কেমিক্যাল লোচা’!

আরও পড়ুন: Tota Roychowdhury: ‘গত আটচল্লিশ ঘণ্টা আমাকে স্তব্ধ করে দিয়েছে’, এ কথা কেন বললেন টোটা?

 

Next Article