Tota Roychowdhury: ‘গত আটচল্লিশ ঘণ্টা আমাকে স্তব্ধ করে দিয়েছে’, এ কথা কেন বললেন টোটা?
'শ্রীময়ী' ধারাবাহিকে গৃহবধূ শ্রীময়ীয়ের অব্যক্ত প্রেমিক রোহিত। সংসারের জাঁতাকল থেকে তাকে রক্ষা করে নিয়ে এসেছিল এই রোহিত সেনই। সেই রোহিতের মৃত্যু দিয়েই শেষ হল 'শ্রীময়ী'র যাত্রাপথ।
যে কোনও নারীর স্বপ্নের পুরুষ যেমন হয়, তিনি তাই। নির্ভীক, স্পষ্টবাদী, সুদর্শন, সুঠাম, মায়া-মমতা সম্পন্ন, প্রয়োজনে কঠোর। রোহিত সেন। চরিত্রে অভিনয় করে মধ্যবয়সে এসেও শ’য়ে শ’য়ে নারীর থেকে বিয়ের প্রস্তাব পেয়েছিলেন অভিনেতা টোটা রায়চৌধুরী। ধারাবাহিকে অভিনয় করার সময়েই মুম্বই থেকে ফের ডাক পেয়েছিলেন। করণ জোহরের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। আরও কাজের জন্য মুম্বই যেতে হয়েছিল ঘনঘন। ধারাবাহিকে হঠাৎ হঠাৎ করেই রোহিত সেন উধাও হচ্ছিলেন অনেকটা সেই কারণেই। যথাযথ কারণ দেখানোর জন্য চরিত্রের মধ্যে রোপিত হল মারণব্যাধী ক্যান্সার। তিনি বাঁচবেন না মৃত হবেন, তাই নিয়ে দোলাচল চিত্রনাট্যকার থেকে অভিনেতা, তামাম দশর্কের মনেও। শেষরক্ষা হল না। রোহিত সেনকে মরতেই হল। চরিত্রের মৃত্যু কতখানি নাড়িয়ে দেয় সেই অভিনেতাকে, তা টোটা রায় চৌধুরী ব্যক্ত করেছেন নিজে মুখেই।
খোলা মঞ্চে রোহিত সেন লিখেছেন, “গত আটচল্লিশ ঘণ্টা আমাকে স্তব্ধ করে দিয়েছে। রোহিত সেনের মৃত্যু যে আপনাদের এভাবে প্রভাবিত ও শোকাহত করবে সেটা আমরা কেউই অনুমান করতে পারিনি। আমি তো নয়ই। আপনাদের নিখাদ ভালবাসার জন্য আজীবন কৃতজ্ঞ রইব। আপনারা ভাল থাকবেন। আবার হয়তো জীবনের কোনও মোড়ে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। তখনও যেন একইরকমভাবে আপনাদের আশীর্বাদ ও ভালবাসা প্রাপ্তি হয়।”
‘শ্রীময়ী’ ধারাবাহিকে গৃহবধূ শ্রীময়ীয়ের অব্যক্ত প্রেমিক রোহিত। সংসারের জাঁতাকল থেকে তাকে রক্ষা করে নিয়ে এসেছিল এই রোহিত সেনই। সেই রোহিতের মৃত্যু দিয়েই শেষ হল ‘শ্রীময়ী’র যাত্রাপথ। আজই (বৃহস্পতিবার) ‘শ্রীময়ী’র শেষ শুটিং।
আরও পড়ুন: Bhaswar Chatterjee: ইন্ডাস্ট্রির লোকজনই রটাচ্ছে আমি আর অভিনয় করি না: ভাস্বর চট্টোপাধ্যায়