Actor Dev: ‘ব্যোমকেশ…’ মুক্তি পেতেই বিশেষ অনুরোধ দেবের, ‘… ম্যাজিক নষ্ট হয়ে যায়’
Actor Dev: বিরসা দাশগুপ্ত পরিচালিত দেব ও রুক্মিণী অভিনীত'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' মুক্তি পেয়েছে।

একেবারে তারার হাট। দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী সিনেমা হলে তিল ধারণের জায়গা নেই। কারণ একটাই…বিরসা দাশগুপ্ত পরিচালিত দেব ও রুক্মিণী অভিনীত’ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ মুক্তি পেয়েছে। হাজির ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়ের মতো মুখ। আর সিনেমা হলের সামনে জড়ো হয়েছিলেন হাজার হাজার উৎসুক জনতা। সিনেমার কেমন লেগেছে দর্শকের তা বুঝতে অপেক্ষা করতে হবে সপ্তাহান্তের। কিন্তু তার আগে দর্শকদের কাছে এক অনুরোধ ছুড়ে দি লেন দেব। লিখলেন, “সবার কাছে একান্ত অনুরোধ, যারা যারাই ছবিটি দেখতে যাচ্ছেন, তাঁরা ছবির কোনও অংশ ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় ছড়াবেন না। সিনেমার ম্যাজিক সে ক্ষেত্রে হারিয়ে যায়। দর্শকদের সিনেমা হলে দেখবার জন্যই একান্তভাবে এই সিনেমাটি তৈরি করা হয়েছে।”
পাইরেসি সিনেদুনিয়ার একটি বড় সমস্যা। সম্প্রতি এই পাইরেসি রুখতে বড় উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সিনেমাটোগ্রাফ সংশোধনী বিল, ২০২৩ আগেই রাজ্যসভায় পাশ হয়েছে। আর সম্প্রতি লোকসভায় পাশ হয়েছে সিনেমাটোগ্রাফ (সংশোধনী) বিল। এই বিল আইনে পরিণত হওয়ার পর, সিনেমা হলে বসে সিনেমার ভিডিয়ো বা রেকর্ডিং করলে কঠোর শাস্তি হবে বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই সমস্যা থেকে মুক্তি পায়নি প্রায় কোনও ছবিই। দেবের এই ডাকে তাঁর ভক্তরা সাড়া দেবেন কিনা এখন সেটাই দেখার।
View this post on Instagram





