জয় গোস্বামীর ‘মালতীবালা বালিকা বিদ্যালয়’ কবিতার প্যারোডি করেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনি রাজনীতিকও। বুধবার (০৭.০৪.২০২২) নিজাম প্যালেসে ডাক পড়ে অনুব্রত মণ্ডলের। সিবিআই-এর তলব। আগেও বহুবার ডাক পড়েছিল। কিন্তু কোনও বারই তিনি যাননি। এদিনও নিজাম প্যালেসের উদ্দেশে রওনা দিয়ে গাড়ি ঘুরিয়ে এসএসকেএমে চলে যান অনুব্রত। তিনি নাকি অসুস্থ। তারপর থেকেই তিনি খবরের শিরোনামে। নানা লোকে নানা কথা বলছেন। তবে রুদ্রনীল ঘোষ কোনও কথা বলেননি। করেছেন আস্ত একটি প্যারোডি। কবি জয় গোস্বামীকে ‘ভয়’ গোস্বামী বানিয়ে তৈরি করলেন ‘অনুমাধব’ । অনুপ্রেরণায় ‘মালতীবালা বালিকা বিদ্যালয়’।
কেমন সেই প্যারোডি! রুদ্রনীল পাঠ করেছেন…
অনুমাধব – ভয় গোস্বামী
অনুমাধব, অনুমাধব তোমার বাড়ি যাব
এই গরমে একগ্লাস জল, গুড় বাতাসা পাব?
অনুমাধব হাসপাতালে তোমার বুকে ব্যথা
অক্সিজেনে টান পড়েছে, কুঁকড়ে গেছ নেতা
আমি যখন নবম শ্রেণি, আমি তখন শাড়ি
তখন তোমার হয়নি এমন এত্ত বড় ভুঁড়ি
রামপুরহাটের মাছ বাজারে ছিল প্রথম দেখা
অনুমাধব তুমি জান, ছিলাম কত ন্যাকা
আমি এখন নিজাম প্যালেস, এখন সিবিআই
অনুমাধব আজও আমি… শুধু তোমায় চাই…
সম্পূর্ণ কবিতা শুনুন রুদ্রনীল ঘোষের ফেসবুক পোস্টে:
মালতীবালা বালিকা বিদ্যালয় – জয় গোস্বামী
বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো?
বেণীমাধব, মোহনবাঁশি তমাল তরুমূলে
বাজিয়েছিলে, আমি তখন মালতী ইস্কুলে
ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাসঘর
বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর
আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি
আলাপ হলো, বেণীমাধব, সুলেখাদের বাড়ি
বেণীমাধব, বেণীমাধব, লেখাপড়ায় ভালো
শহর থেকে বেড়াতে এলে, আমার রঙ কালো
তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে
বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে
কুঞ্জে অলি গুঞ্জে তবু, ফুটেছে মঞ্জরী
সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি
আমি তখন নবম শ্রেণী, আমি তখন ষোল
ব্রীজের ধারে, বেণীমাধব, লুকিয়ে দেখা হলো
বেণীমাধব, বেণীমাধব, এতদিনের পরে
সত্যি বলো, সে সব কথা এখনো মনে পড়ে?
সে সব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে?
আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে
দেখেছিলাম আলোর নীচে; অপূর্ব সে আলো!
স্বীকার করি, দুজনকেই মানিয়েছিল ভালো
জুড়িয়ে দিলো চোখ আমার, পুড়িয়ে দিলো চেখ
বাড়িতে এসে বলেছিলাম, ওদের ভালো হোক।
রাতে এখন ঘুমাতে যাই একতলার ঘরে
মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে
আমার পরে যে বোন ছিলো চোরাপথের বাঁকে
মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে
আজ জুটেছে, কাল কী হবে? – কালের ঘরে শনি
আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি
তবু আগুন, বেণীমাধব, আগুন জ্বলে কই?
কেমন হবে, আমিও যদি নষ্ট মেয়ে হই?
জয় গোস্বামীর ‘মালতীবালা বালিকা বিদ্যালয়’ নিয়ে প্রথমবার প্যারোডি হয়নি। এর আগেও ‘আই লাফ ইউ’ রিয়্যালিটি শোতে চিয়ার লিডারদের নিয়ে প্যারোডি তৈরি করেছিলেন দুই প্রতিযোগী সায়ন ঘোষ ও দীপাংশু আচার্য। সেটিও ভাইরাল হয়েছিল সে সময়।
আরও পড়ুন: Geeta Basra: ফিট স্বামী থাকলেই মহিলারা রোগা থাকতে পারেন, জানিয়েছেন হরভজনের স্ত্রী গীতা
আরও পড়ুন: Abhishek Chatterjee Demise: স্কুলে যাওয়ার আগে বাবার ছবিকে আদর করল মৃত অভিষেকের কন্যা
আরও পড়ুন: EXCLUSIVE Suchitra Sen: ‘নিজেও মাধুরীর সঙ্গে মিল খুঁজে পেয়েছিলেন’, সুচিত্রা সেনের বোনঝি লগ্না ধর